দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে গতকাল ৪ জন নিহত হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। আজ ২য় দিনেও বিভিন্ন স্থানে পিকেটিং হয়েছে।
বিক্ষিপ্ত মিছিল, সংঘর্ষ, পিকেটিং, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে বিরোধী জোটের ডাকা ২য় দিনের হরতাল। তবে এখন সকাল ১০টা পর্যন্ত কোথাও বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণমোড়ে অবস্থান নিয়েছে।
কারওয়ান বাজারে আজ মঙ্গলবার ভোরে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় পুলিশ ৩০-৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ ঘটনায় এক পথচারি আহত হয়েছে।
এদিকে হরতালের প্রথম দিনে সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয় বলে সংবাদ বলেছে। যদিও টিভি খবর গুলোতে নিহতের ব্যাপারে গড়মিল রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাঙ্গচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এবারের হরতালে আগের তুলনায় সহিংসতার মাত্রা অনেক কম দেখা গেছে। গতকাল রাতেও রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত হয়। গতকাল থেকে শুরু হয়েছে আরও ৬০ ঘণ্টার হরতাল এবং আজ এর ২য় দিন।
This post was last modified on নভেম্বর ৫, ২০১৩ 10:27 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…