দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেতন বৃদ্ধির দাবিতে সাভারে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটেছে।
আজ বুধবার সকালে হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গার্মেন্টের শ্রমিকরা হেমায়েতপুর-সিংড়া সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা কর্তৃপক্ষ ছুটি ষোঘণা করেন।
অপরদিকে বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ার জিরাবো এলাকার সাউদান, রেডিয়েন ও মাসকাট কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছে। এছাড়া সকাল ৮টার দিকে স্ট্যান্ডার্ড গামের্ন্টের শ্রমিকরা প্রথমে সড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশী বাধার মুখে সরে পড়ে।
জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এলে মালিক পক্ষ মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিণ করা বেতন ৫ হাজার ৩শ টাকা মানবে না বলে ঘোষণা দেয়। এসময় কারখানা কর্তৃপক্ষ সাড়ে ৪ হাজার টাকা বেতন দিতে পারবে বলে জানায়। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে এবং কর্মবিরতি শুরু করে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের এসআই গাজী আবদুল কাইউম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানাগুলোতে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে।
This post was last modified on নভেম্বর ৬, ২০১৩ 12:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…