দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফরাসি কোম্পানি Archos সম্প্রতি এমন এক ধরণের ট্যাবলেটের ঘোষণা দিয়েছে যা আধুনিক এবং দ্বিতীয় প্রজন্মের ট্যাবলেট। এতে ম্যাগনেটিক কি বোর্ড সহ আরো আধুনিক সুবিধা সংযোজিত করা হয়েছে।
Archos তাদের অফিশিয়াল ওয়েব সাইটে নিজেদের Archos 101 XS 2 মডেলের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেয়। Archos দেয়া তথ্য অনুযায়ী এতে থাকছে ম্যাগনেটিক কীবোর্ড যাকে ”Coverboard” বলা যায়। Coverboard ব্যবহারের মাধ্যমে আরও দ্রুত ট্যাবলেটে টাইপিং সহ নানান অপারেশান সম্পূর্ণ করা যাবে।
এছাড়াও Archos 101 XS 2 মডেলের এই ট্যাবলেটে থাকছে আধুনিক ডিজাইন এবং উন্নত ১০৮০X ৮০০ রিজোলেশানের ১০.১ ইঞ্চি হাইডেফিনেশান IPS ডিসপ্লে।
Archos 101 XS 2 ট্যাবলেটে HD ডুয়েল ক্যামেরা থাকছে এবং সাথে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, যা ব্যবহারকারীকে দিবে গান বা ভিডিও শোনার ক্ষেত্রে অসাধারণ অনুভূতি।
এবার চলুন জেনে নেয়া যাক এই Archos 101 XS 2 ট্যাবলেটে হার্ডওয়্যার হিসেবে যা যা সংযুক্ত আছে। ১.৬ GHz কোয়ার্ড কোর CPU। ২ GB রেম। যা আপনার সকল ধরণের অ্যাপ ব্যবহারে দিবে আরামদায়ক অভিজ্ঞতা। ছাড়াও এতে সংযুক্ত করা হয়েছে ৭,০০০ mAh ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি।
এতে ওয়াইফাই নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই অর্থাৎ এতে ৫ GHz এবং ২.৫ GHz ওয়াইফাই ব্র্যান্ড দিয়ে খুব সহজেই আপনি সকল প্রকার ব্রাউজিং এবং ডাউনলোড চালিয়ে যেতে পারবেন।
এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এন্ড্রয়েড ৪.২ জেলি বিন। সাথে সকল প্রকার গুগল অ্যাপ এবং সুযোগ সুভিধা ব্যবহারের সার্টিফিকেট।
এই Archos 101 XS 2 ট্যাবলেটে বাজারে পাওয়া যাবে এই বছরের ডিসেম্বরেই কীবোর্ড সহ এর মূল্য ধরা হয়েছে ২৭৯ ডলার যা আপনি Archos এর ওয়েব সাইট থেকেই কিনে নিতে পারবেন।
সূত্রঃ দিটেকজানাল
This post was last modified on নভেম্বর ১০, ২০১৩ 12:12 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…