The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

হিংস্র টাইফুন হাইয়ানের ছবি দেখুন মহাকাশ থেকে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সম্প্রতি ফিলিপাইনে আঘাত করা টাইফুন হাইয়ান, ইতিহাসের ভয়াবহ ঝড়গুলোর মাঝে অন্যতম ধরা হয়েছে। নাসা ঝড় শুরু হবার কয়েকদিন আগে থেকেই টাইফুনের ওপর নজর রাখছিলো Aqua স্যাটেলাইটের মাধ্যমে। আসুন সেই ঝড়ের কিছু ছবি দেখে আসি।


Super-Typhoon-Haiyan-From-Space

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি Aqua স্যাটেলাইটের Moderate Resolution Imaging Spectroradiometer (MODIS) প্রযুক্তির সাহায্যে তোলা হয়েছে, ফিলিপাইনের স্থানীয় সময় দুপুর ১২.৪৫ মিনিটে। এই ছবিটি দেখে মনে হচ্ছে ঘুর্ণিআকারে যেনো টাইফুন হাইয়ান তাঁর নিজের চোখ সৃষ্টি করেছে। এসময় হাইয়ানের বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২০০ মাইল বা ৩২০ কিলোমিটার পরবর্তীতে এটি বেড়ে ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটারে দাঁড়ায়। ১৯৭৯ সালের পর এটিই ছিলো কোনো টাইফুন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ।

Image-Of-Super-Typhoon-Haiyan-Snapped-From-Space

এ ছবিতে দেখতে পাচ্ছেন Aqua স্যাটেলাইটের অন্য একটি প্রযুক্তি যার নাম Atmospheric Infrared Sounder (AIRS) এর মাধ্যমে সাগরে ঘটে যাওয়া টাইফুন হাইয়ানের ইনফ্রারেড ছবি সংগ্রহ করা হয়েছে। এ সময় টাইফুন হাইয়ান সংলগ্ন সাগরের ওপর থেকে মেঘ পর্যন্ত তাপমাত্রা ছিলো -৬৩.১৫ ডিগ্রী সেলসিয়াস, এসময় বজ্রপাত সহ প্রচন্ড ভারী বৃষ্টিপাত চলছিলো। নাসা এই টাইফুন হাইয়ানকে ক্যাটাগরি ৫ মাত্রার ঝড় বলে চিহ্নিত করেছে।

Typhoon-Haiyan

গ্রীষ্মমন্ডলীয় স্বাভাবিক ঝড়টির বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ৭৪ মাইলে পৌঁছুলো তখন এটিকে টাইফুন ঝড় বলে ডাকা হয়। স্বাভাবিক টাইফুনের বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১৫০ মাইল ছাড়িয়ে গেলো তখন সেটিকে ক্যাটাগরি ৪ অথবা ৫ মাত্রার হ্যারিকেন চিহ্নিত করা হলো, যার নাম দেয়া হয় টাইফুন হাইয়ান।

তথ্যসূত্রঃ TheTechJournal

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali