দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছুটির দিন হলেও সেদিন যেনো কাজের চাপ আরও বেড়ে যায় আমাদের! আমরা নিজেরাই নানান ব্যস্তভাবে সময় কাটিয়ে দিই। অন্যদিকে বাচ্চারাও এদিন সবাইকে কাছে পেতে চায়। আপনি একটু চেষ্টা করে বাচ্চাদের মজার কোনোকিছু করে দিলে তারা আপন মনে সেটি নিয়েই ব্যস্ত হয়ে পড়বে, আপনিও আপনার কাজগুলো সমাধা করতে পারবেন!।
বাচ্চাকে নিজের হাতে তৈরি করে দিন আইস্ক্রিম, একটু বেশী করেই বানান। সারাদিন অল্প অল্প করে দিন, বাচ্চারা আইস্ক্রিম পেয়ে প্রায় সবকিছুই ভুলে যায় এ কথা সবাই জানে!
ঘরের দেয়ালজুড়ে লাল নীল কাগজের নানা নকশা করে দিন, তাকেও শিখিয়ে দিন। দেখবেন সে একা একাই একাজে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে!
একবাক্স রঙ পেন্সিল কিনে দিন। ঘরের দেয়াল জুড়ে যে কাগজের নকশা করবেন ওতে রঙ করতে করতে বাচ্চাদের প্রতিভা বিকাশও হবে!
মেয়ে শিশুরা সাজগোজ করতে খুব পছন্দ করে। তাদের টুকটাক সাজগোজের জিনিস কিনে দিন, দেখবেন তারা সারাদিন আপন মনেই সেজেগুজে যাচ্ছ!
এরকম মজার মজার গুহা তৈরি করে দিন, তাঁরা সারাদিন এই গুহা থেকে সেই গুহা এভাবে নিজেরা নিজেরাই একটা এডভেঞ্চার খেলায় মেতে উঠবে!
কাঠি দিয়ে বিভিন্ন মজার খেলনা তৈরি করে দিন। তাঁকেও শিখিয়ে দিন। মজার মজার আইডিয়া নিয়ে খেলে সেই আপনাকে চমকে দেবে!
রঙ বেরঙয়ের টিস্যু পেপার দিয়ে বিভিন্ন উদ্ভাবনী খেলায় মেতে ওঠার সুযোগ দিন তাকে।
বাজারে এরকম বড় বড় কার্পেট পাবেন, একটু খুঁজতে হবে। এগুলো ভেতর বাতাস থাকে যা শিশুরা হাঁটলে টুশ টুশ করে ফেটে যায়। বাচ্চারা দারুণ মজা পাবে এই জিনিসটায়!
এরকম বিভিন্ন ধাঁধার উত্তর দিতে তাঁকে সহায়তা করুন। বলুন নিজে নিজে বের করতে। এতে সে খুব মনোযোগী হবে, তাতে তার মস্তিষ্ক আরও ক্ষুরধার হবে।
এরকম কাপড় কিংবা সুতো দিয়ে বিভিন্ন পুতুল বানানো শিখিয়ে দিন। পরবর্তীতে দেখবেন সে পুতুল ছাড়াও আরও দারুণ জিনিস বানাচ্ছে!
তথ্যসূত্রঃ BuzzFeed