দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন ব্যবহারকারীদের দারুণ বিড়ম্বনায় পড়তে হয় ব্যাটারি চার্জ করা নিয়ে। আধুনিক স্মার্টফোন সমূহে খুব বেশি প্রোগ্রাম থাকাতে চার্জ খুব কম থাকে। এবার ইসরায়েলি একটি প্রতিষ্ঠান স্টারডট বলছে তাদের উদ্ভাবিত পদ্ধতিতে মোবাইলের ব্যাটারিতে চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডে!
স্মার্টফোনে দ্রুত সময়ের মাঝে চার্জ দেয়া এখন আর সপ্ন নয় বাস্তবে পরিণত হতে যাচ্ছে খুব দ্রুত সময়ের মাঝে। ইসরায়েলি প্রতিষ্ঠান স্টারডট একটি জৈব রাসায়নিক মিশ্রণ থেকে ব্যটারির উপাদান তৈরি করেছেন। এই উপাদানের সাহায্যে তৈরি ব্যাটারি যেমন হালকা হবে এর খরচও অনেক কম হবে।
স্টারডট জানিয়েছে, তাদের উদ্ভাবিত এই ব্যাটারির তড়িৎবাহক(ইলেকট্রোড) ও তড়িৎ উৎপাদন(ইলেকট্রোলাইট) ক্ষমতা হবে অবিশ্বাস্য। এর ফলে ব্যাটারি রিচার্জ করতে আর ঘণ্টা ধরে অপেক্ষা নয়, মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট। এই ব্যাটারি যেমন দ্রুত চার্জ নেবে ঠিক তেমন ভাবে দীর্ঘক্ষণ চার্জ ধরেও রাখতে পারবে। এতে একবার চার্জ দিয়ে অনেক সময় এক টানা মোবাইল ব্যবহার করা সম্ভব হবে।
সাধারণ ব্যটারিতে যে লিথিয়াম আয়ন ব্যবহার করা হয় তা পরিবেশ বান্ধব নয়, একই সাথে এটি এবং এর সাথে ব্যবহারিত অন্যান্য উপাদান বিষাক্ত। কিন্তু স্টারডটের ব্যবহার করা নতুন জৈব উপাদানে পরিবেশের জন্য ক্ষতিকর কোনও কিছুই নেই। এই ব্যাটারি একদিকে সুপার ক্যাপাসিটর হিসেবে কাজ করবে যা দ্রুততার সঙ্গে রিচার্জ হয় আবার এটি লিথিয়াম ইলেকট্রোডের মতো ধীরে ডিসচার্জ হয়।
স্টারডট এর পক্ষ থেকে বলা হয়েছে, খুব শীঘ্রই তাদের তৈরি এই নতুন ক্ষমতাশীল ব্যাটারি মোবাইল প্রস্তুতকারী কোম্পানিদের ডিভাইসে দেখা যাবে, যা বদলে যাবে স্মার্টফোনের চার্জ নিয়ে বিড়ম্বনার ধারণা।
সূত্রঃ দিনেক্সটওয়েব