দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইন জগতে বিশেষ করে সোস্যাল মিডিয়াগুলোতে মাঝে-মধ্যেই কিছু বিষয় ভাইরালে পরিণত হয়। যেমন এবার অনলাইনে ভাইরাল এই ‘সবজিওয়ালি’র ছবি!
মাত্র কদিন আগের কথা পাকিস্তানের এক চা-ওয়ালার বিষয়টি অনলাইন মাধ্যমগুলোতে ভাইরালে পরিণত হয়। এবার নেপালের ‘সবজিওয়ালি’র ছবিটিও হয়েছে ভাইরাল। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে গেছেন নেপালের সবজিবিক্রেতা তরুণী! রূপচন্দা মহাজন নামে এক চিত্রগ্রাহক নেপালে বেড়াতে গিয়ে এই সবজি বিক্রেতা তরুণীর ছবিটি তোলেন।
আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই হয়ে যায় ভাইরাল। দু’টি ছবিতে দেখা যাচ্ছে সবুজ পোশাক পরে বাজারের মোবাইল ফোনে কথা বলছেন এক তরুণী। অন্য ছবিতে দেখা যাচ্ছে মাথায় তরকারির ঝুড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ওই তরুণী। মাত্র কদিন আগে ঠিক এভাবেই রাতারাতি বিখ্যাত হয়ে যান পাকিস্তানের চা বিক্রেতা আরশাদ খান।
আরশাদের ছবি ভাইরাল হতেই মডেলিংয়ের চুক্তিতে সইও করে ফেলেছেন। আরশাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আরও কয়েকটি এ্যাড সংস্থা। এবার অপেক্ষা তরুণীর পরিচয়-ঠিকানা খুঁজে বের করার। কারণ, টুইটারে কেবলমাত্র ওই তরুণীর ছবি পোস্ট করেছেন রূপচন্দা। নাম ঠিকানা জানাননি তিনি!