দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এন্ড্রয়েড এমন একটি অপারেটিং সিস্টেম যা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন, আজ আপনাদের জানাবো ৮ টি কাজ যা আপনি এন্ড্রয়েড মোবাইল দিয়ে সহজেই করে নিতে পারেন।
আপনি আপনার এন্ড্রয়েড স্মার্ট ফোনকে রুট করে নানান কাজে লাগাতে পারেন, এতে দিতে পারেন আলাদা বৈচিত্র্য। এবার চলুন জেনে নিই এন্ড্রয়েড মোবাইল দিয়ে যে ৮ টি কাজ আপনি করে নিতে পারেন।
আপনি কি জানেন আপনি আপনার এন্ড্রয়েড সেট দিয়েই সম্পূর্ণ ডেক্সটপ কম্পিউটারের মতোই ওয়েব সার্ভার চালাতে পারবেন? এন্ড্রয়েড হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের থেকে উদ্ভুত, ফলে আপনি চাইলে এন্ড্রয়েড দিয়েও full-fledged ওয়েব সার্ভার চালু করতে পারবেন সাথে mySQLডাটাবেজ, PHP সাপোর্ট এবং FTP ব্যবহার করতে পারবেন ফাইল ট্র্যান্সফারের ক্ষেত্রে।
সাধারণত আইফোন অ্যাপ বানাতে হলে আপনাকে এর জন্য প্রয়োজনীয় কোডিং করতে হয় অ্যাপেল ম্যাকে। অপর দিকে উইন্ডোস ফোন কিংবা ব্ল্যাকবেরি স্মার্ট ফোনের জন্য অ্যাপ তৈরি করতে হলে আপনাকে কম্পিউটারে বসে কোডিং করতে হয় কিন্তু আপনি যদি এন্ড্রয়েড অ্যাপ বানাতে চান তবে কম্পিউটারে না বসেও আপনার অ্যাপ বানাতে পারবেন সরাসরি এন্ড্রয়েড সেট থেকেই! আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে এন্ড্রয়েড প্রোগ্রামের কোডিং করে একে একই সেটে টেস্ট করে সেখানেই ব্যবহার করতে পারবেন। আপনি HTML, PHP, Javascript ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আপনার এন্ড্রয়েডে লিখতে এবং এডিট করতে পারবেন। এন্ড্রয়েডে প্রোগ্রামিং করার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে।
আপনি চাইলে এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার কম্পিউটার দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে রিমোট কন্ট্রোল কম্পিউটার সফটওয়্যার যেমন এক্স২ কিংবা Splashtop 2। এন্ড্রয়েড মোবাইল থেকে কম্পিউটারকে নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
আপনি চাইলে স্যমসাং গ্যালাক্সি এস৪ এর মত আপনার এন্ড্রয়েড মোবাইলটিকে করে ফেলতে পারেন পেডোমিটারে। আপনি গুগল প্লে থেকে Accupedo নামের এই সফটওয়্যারটি নামিয়ে নিয়ে আপনার মোবাইলে ইন্সটল করে নিলেই হয়ে গেল পেডোমিটার। যা আপনার ওজন উচ্চতা হিসেব করে আপনাকে জানিয়ে দিবে কি পরিমাণ শক্তি আপনার প্রয়োজন এবং কি পরিমাণ শক্তি আপনি খরচ করতে পারবেন।
আপনার কাছে যদি একটি পুরোনো মডেলের এন্ড্রয়েড মোবাইল থাকে এবং আপনি তা ব্যবহার করছেন না কিন্তু আপনার কাছে নতুন মডেলের একটি এন্ড্রয়েড সেট ও রয়েছে তবে অবশ্যই আপনি পুরোনো মোবাইলটি ফেলে না রেখে সেটি নিরাপত্তা ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন এবং নতুন এন্ড্রয়েড স্মার্ট ফোন থেকে একটি বিশেষ অ্যাপ এর সাহায্যে ইন্টারনেট সংযোগ থাকলে নিরাপত্তা ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেবন। গুগল প্লে তে নানান রকম নিরাপত্তা ক্যামেরা অ্যাপ রয়েছে আপনি এর মাঝে থেকে একটি ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
আপনি চাইলে আপনার এন্ড্রয়েড মোবাইলেই সরাসরি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে ডাটা ট্র্যান্সফার করে নিতে পারবেন। অনেকেই জানেনা যে কেবল মাত্র একটি সাধারণ USB OTG কেবলের সাহায্যে আপনার এন্ড্রয়েড ডিভাইজের চার্জ পয়েন্ট থেকেই ইউএসবি ডাটা ট্র্যান্সফার করে নিতে পারবেন।
আপনি চাইলে আপনার এন্ড্রয়েড স্মার্ট ফোনকে মাউস এবং কীবোর্ড এর সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে একটি এন্ড্রয়েড ইউএসবি OTG পোর্ট যা বাজারে পাওয়া যায়। এর মাধ্যমে যেকোনো মাউস কিংবা কীবোর্ড ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনার এন্ড্রয়েড মোবাইলকে রুট করে নিতে হবে।
এন্ড্রয়েড মোবাইল সেট সমূহ নানান অ্যাপ রান করে ফলে এর ব্যাটারির ক্ষমতা অনেক বেশি ব্যবহার হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার এন্ড্রয়েড মোবাইলটিকে রুট করে নেন এবং এর সিপিইউ ভোল্টেজ কমিয়ে দিন তবে আপনি খুব সহজেই ৭০ থেকে ১০৫ মিনিট বাড়তি চার্জ পাবেন।
সূত্রঃ Tomshardware
This post was last modified on জুলাই ১৯, ২০১৪ 12:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
View Comments
আমার android tab এর নাম ideatab এবং model A2107 h এটা দিয়ে আমি ফোন দিতে পারিনা তবে ইন্টারনেট এর সাহায্যে call করা যায়। আমার tab দ্বারা কি অন্য mobile phone দেওয়া যাবে।
বিদেশে কল কৱা যায় এমন কোন Softwar আছে কি ? SUMSUNG S DUS
আমার মোবাইল Symphony w15 আমি একটি screen short software নামিয়েছি কিন্তু সেটা root চায় so কিভাবে root করবো
উসব চালাব কিবাবে
Ki vabe rut korbo?
Ki VABE route korbo?