দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক বছর ধরেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন মডেলের গাড়ি বাজারে আনছে যা ক্রেতাদেরও আকর্ষন করছে। শুধু নতুন মডেলই নয়, এসব গাড়ির সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নানা টেকনোলজি সুবিধা, ফলে প্রশ্ন দেখা গিয়েছে অদূর ভবিষ্যৎ এর গাড়িগুলো কেমন হবে?
গবেষকরা জানিয়েছেন ২০৫০ সালের মধ্যেই গাড়ি হয়ে যাবে স্বয়ংক্রিয় অর্থ্যাৎ হুইল ঘোরানোর ঝামেলা তখন আর থাকবে না এবং সেসব গাড়ি চালাতে প্রয়োজন হবে না কোনো জ্বালানী তেলেরও!
অবশ্য অনেক নির্মাতা প্রতিষ্ঠানই বলেছে স্বয়ংক্রিয় গাড়ি ২০২০ সালের ভেতরেই চলে আসবে। e-Bee নামের একটি স্বয়ংক্রিয় একটি গাড়ির কথা ইতিমধ্যেই জানা গেছে যা ইন্টারনেটের সাথে যুক্ত থেকে নিজের পথ নিজে চিনে চলতে পারবে।
নীচের ভিডিওটি থেকে দেখে নিতে পারেন e-Bee এর ধারণা
তবে প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই একটি ব্যাপারে একমত হয়েছে যে ২০৪০ সালের ভেতরেই রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ির আধিপাত্য থাকবে বেশী। ২০৫০ সালের ভেতরেই বিশ্ব ৩ বিলিয়নেরও বেশী গাড়ি থাকবে যার সবগুলোই হবে স্বয়ংক্রিয়। শুধু তাই নয় প্রতিষ্ঠানগুলো আরও যেটি বলেছে, এই গাড়িগুলো খুবই উচ্চ গতিতে চলাচল করবে কোনো রকম দূর্ঘটনা ছাড়াই।
যদিও গাড়িগুলো স্বয়ংক্রিয় হবে তবু যদি কোনোরুপ ম্যালফাংশনের শিকার হয় তবে আপনি তখন ম্যানুয়ালি গাড়ি চালাতেও পারবেন। আপনি যখন ম্যানুয়ালি গাড়ি চালানো শুরু করবেন তার আগেই একটি ডিসপ্লে এসে আপনাকে জানিয়ে দেবে কীভাবে চালাতে হবে। গাড়িতে বসেই আপনি জানতে পারবেন ঠিক কতো দূরত্বে আর একটি গাড়ি রয়েছে, কোথায় বাঁক নিতে হবে এবং আরও কিছু। অর্থ্যাৎ তখনো আপনি কিছু স্বয়ংক্রিয় সুবিধা পাবেন।
সন্দেহ নেই প্রযুক্তি যদি এইরকম উন্নতিতে গিয়ে পৌঁছায় তবে আপনার সময় বাঁচবে, আপনি আরও দ্রুতগতিতে কাজ করতে পারবেন। ট্রাফিক জ্যামের কারণে আপনার সময় নষ্ট হবে না, এবং দূর্ঘটনা কমে আসায় আহাজারিও কমে আসবে। ২০৫০ সাল হয়তো অপেক্ষা করছে পরিপূর্ণ ডিজিটাল জীবন নিয়ে!
এ সম্পর্কে আরও জানতে চাইলে নীচের তথ্যসূত্র লিঙ্কে ক্লিক করুন।
তথ্যসূত্রঃ TheTechJournal
This post was last modified on ডিসেম্বর ১১, ২০২৪ 3:07 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
View Comments
darun