সোমালিয়া উপকূলে ভয়ংকর সাইক্লোনের আঘাতঃ নিহত শতাধিক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ সোমালিয়ার পূর্বাঞ্চল পুন্টল্যন্ডে ভয়ংকর সাইক্লোনের আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, সোমালিয়া সরকার পুন্টল্যন্ডে জরুরী দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে।


  • ১০,০০০ এর উপর ঘরবাড়ি ধ্বংস
  • নিহতের সংখ্যা সরকারী হিসেবে ১০০ ছাড়িয়ে গেছে
  • দুর্গম ব্যবস্থার জন্য জরুরী ত্রাণ সহযোগিতা ব্যাহত হচ্ছে
  • সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান

শনিবারে সোমালিয়ার উপকূলে আঘাত হানে শক্তিশালী সাইক্লোন এতে পুন্টল্যান্ড অঞ্চলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়, অসংখ্য ঘর-বাড়ি সহ অনেক গ্রাম ঝড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে সোমালিয়া সরকার জরুরী দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে।

সোমালিয়ার পূর্বাঞ্চল পুন্টল্যান্ডের মানুষ অন্যান্য অঞ্চল অপেক্ষা অধিক দরিদ্র। সেখানে বেশির ভাগ ঘরবাড়ি কাঁচা, ফলে ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এসব কাঁচা ঘর-বাড়ির। বেসরকারি বিভিন্ন সূত্র মতে, মৃতের সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যায় প্রকাশ পাচ্ছে। কেউ বলছে ইতোমধ্যে ১০০ জনের অধিক মানুষ নিহত হয়েছে, আবার কেউ কেউ বলছে এ সংখ্যা ৩০০ এর উপরে।

পুন্টল্যান্ড অঞ্চলের বেশির ভাগ রাস্তা-ঘাট ঝড়ের প্রভাবে এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ফলে সেখানে জরুরী ত্রাণ সাহায্য পৌঁছে দিতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন ত্রাণকর্মীরা। এদিকে সোমবারে পুন্টল্যান্ড প্রাদেশিক সরকার স্বীকার করেছেন মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে জরুরী ত্রাণ পৌঁছে দেয়াটা খুবই জরুরী, কিন্তু দুর্গম পরিবেশের কারণে সেটা ঠিক ভাবে করা যাচ্ছে না। সরকারী বিবৃতিতে আরও জানানো হয়েছে ঝড়ের প্রভাবে ঐ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

Related Post

এদিকে প্রায় ৬০ টন খাবার, কম্বল, বিশুদ্ধ পানীয় জল নিয়ে ট্রাক ইতোমধ্যে পাঠানো হয়েছে দুর্গত স্থানে। ল্যান্ডের প্রেসিডেন্ট Abdirahman Farole আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে দ্রুত সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী Hussein Abdullahi আন্তর্জাতিক মিডিয়াকে বলেন, “আমি নিজের চোখে দেখেছি ভয়ংকর শীতল হাওয়া এবং জলোচ্ছ্বাস কিভাবে বাড়ি-ঘর ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে। অসংখ্য মানুষ পানির স্রোতে ভেসে গেছে, অনেকেই ডুবে মারা গেছে। কেউ কেউ ঘর ধ্বসে সেখানেই চাপা পড়েছে। আমি এমন ভয়ংকর অবস্থা আগে দেখিনি, এটি অবর্ণনীয়।”

ধন্যবাদান্তেঃ বিবিসি

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে