দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের নিরাপত্তার ব্যাপারে যতই নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে, আর সাথে তাল মিলিয়ে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে স্মার্টফোনে সিঁধ কাটার পদ্ধতিও। সম্প্রতি দেখা গেলো, নিজের ফোনের ক্যামেরাটিও ব্যবহারকারীর টাইপ করা পিন কোডটি বের করতে হ্যাকারদের সহায়তা করতে পারে।
অত্যন্ত জরুরি অর্থনৈতিক তথ্য এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের কাজে আজকাল উন্নত দেশগুলোতে স্মার্টফোন হরহামেশাই ব্যবহৃত হচ্ছে। ব্যাংকিং এবং টাকা আদান-প্রদানের এপ্লিকেশনগুলো স্মার্টফোনগুলোকে ওয়ালেট বানিয়ে ফেলেছে বললেও অত্যক্তি হয় না। তাই দিন দিন হ্যাকারদের নজরও বাড়ছে স্মার্টফোনের দিকে। সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবেই ক্যামেরা দিয়ে স্মার্টফোনে টাইপ করা পিন বের করার পদ্ধতি বের করেছেন। তবে রোজ এন্ডারসন এবং লরেন্ট সিমসনের তৈরি করা ক্যামেরা ব্যবহার করে পিন কোড বের করার এই ম্যালওয়ার এখনো সহজলভ্য হয়নি। ম্যালওয়ারটি চার শব্দের পিন বের করার ক্ষেত্রে এখন পর্যন্ত ৩০ শতাংশ সফলতা দেখিয়েছে। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বের করতেই বিজ্ঞানীদের এই প্রচেষ্টা।
ব্যবহারকারী যখন তার স্মার্টফোনটি নিতে পিন টাইপ করা শুরু করবেন তখন প্রথমে ফোনের মাইক্রোফোন এটা শনাক্ত করবে যে, তিনি স্মার্টফোন ব্যবহার শুরু করেছেন। ফোনে টাইপ করা মাত্র যে ভাইব্রেশন হয় তাই মাইক্রোফোনকে সচল করবে। এরপর মাইক্রোফোণ সচল করবে ফোনের ক্যামেরাকে। ক্যামেরার কাজ হবে, ব্যবহারকারীর হাত ঠিক কোন কোন অবস্থানে আছে সেটা শনাক্ত আছে। সাধারণত এক হাত ব্যবহার করেই স্মার্টফোনের যে কোন ধরণের কোড টাইপ করা হয়। আর টাচস্ক্রিণ কিপ্যাডে নাম্বারগুলোও বেশিরভাগ ক্ষেত্রে একই জায়গায় থাকে। তাই হাতের অবস্থানের ছবি বা ভিডিও তুললেই তা থেকে পিন কোড বের করে নেয়া যায়। ছবি তোলা হয়ে গেলে ফোনে লুকিয়ে থাকা এই ম্যালওয়ারটি ব্যবহারকারীর অজান্তেই ওয়াইফাই ব্যবহার করে নির্ধারিত স্থানে ছবিগুলো আপলোড করে দেবে। আর ম্যালওয়ারটি ছবি তুলতে এলইডি লাইটও ব্যবহার করবে না, যাতে ব্যবহারকারী তার অস্তিত্ব টের না পায়। এ ধরণের ম্যালওয়ার থেকে বাঁচতে ট্রাস্টজোনের মত এপ্লিকেশনগুলো ব্যবহার করে লেনদেন করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা যেটি লেনদেনের সময় ফোনের সবধরনের সেন্সর বন্ধ করে দেয়।
তথ্যসূত্র: সিএনএন