দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে দেখার শেষ নেই! এর আগে আমরা ঘুরে এসেছি ভীতিকর কিছু সেতু, সংরক্ষিত জায়গা এবং বিশ্বের ভীতিকর ১০টি এয়ারপোর্ট রানওয়ে থেকে। আজ ঘুরে আসবো বিশ্বের কিছু পরাবাস্তব জায়গা থেকে! চলুন যাওয়া যাক!
এটি যে পুরোপুরি প্রকৃতির অসাধারণ সৃষ্টি সেরকম নয়। এটি আসলে একটি কূপ খনন করতে গিয়ে দূর্ঘটনা মূলকভাবে ঘটে গেছে! কূপটি ভালোভাবে ঢেকে দেয়া হয়নি ফলে পানি সেখান থেকে বুদ্বুদ আকারে উত্থিত হচ্ছে!
১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত তুর্কমেনিস্তানের একটি গ্রামে গ্যাসের খোঁজে খনন চালানো হয়। কিছুদূর খনন করার পর সেখানে বিষাক্ত গ্যাসের খোঁজ পাওয়া যায়। ফলে দূর্ঘটনার ভয়ে সেটির কার্যক্রম থামিয়ে দেয়া, আর গ্যাস পুড়িয়ে ফেলবার জন্য সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। আজ অবধি সেখানে আগুন জ্বলছেই!
বিশ্বের সবচেয়ে বেশী লবণ ধরে রেখেছে এই জায়গাটি! প্রায় ৪৩% লিথিয়াম শুধুমাত্র এখানেই সঞ্চিত রয়েছে!
এটি একটি মালভূমি যার নিজস্ব উদ্ভিদকুল ও প্রাণিকুল আছে। মজার ব্যাপার হলো ভেনিজুয়েলা, ব্রাজিল ও গায়ানা তিনটি দেশের সীমান্ত এই মালভূমিতে এসে ঠেকেছে!
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উষ্ণপ্রবণ এলাকা। এখানের পানিতে প্রচুর পরিমাণে pigmented ব্যাকটেরিয়ার ফলে সারা বছরের ঋতু পরিবর্তনের সাথে সাথে পানির রঙও পরিবর্তন হয়ে যায়!
মাটির নীচে এই বীচটি কোনো প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নয়! এটি আসলে মেক্সিকান সামরিক বাহিনীর একটি পরীক্ষামূলক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে!
ভারত মহাসাগরে অবস্থিত এই ছোটো ছোটো দ্বীপপুঞ্জ গুলো সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে যেসব জীবনের উপাদান পাওয়া গেছে তার বিশ্বের আর কোথাও নেই!
অ্যারিজোনার সীমান্তে অবস্থিত এই বেলেপাথরের এমন নকশা আপনার পথ হারিয়ে ফেলার জন্য বিখ্যাত!
দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে পুরোনো পার্ক এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পার্ক। এটি বিখ্যাত এর নান্দনিক সৌন্দর্যে ভরপুর লেকের জন্য।
তিনটি আগ্নেয়গিরির তিনটি লেক অবস্থিত এখানে। অগ্নুৎপাতের সাথে সাথে লেকের রঙও পরিবর্তন হয়ে যায়!
পানির নীচে ১৩০ মিটার গভীর এই গর্তটি তৈরি হয়েছে এই সাবমেরিন সিঙ্কহোল। স্কুবা ডাইভিংয়ের জন্য এটি খুবই বিখ্যাত।
দেখে নিন ভিডিও
তথ্যসূত্রঃ list25
This post was last modified on নভেম্বর ১৬, ২০১৩ 5:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…