দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন ডিজাইনের কিছু গাড়ি দেখাবো আজ আপনাদের যেগুলো এখনও বানানো হয়নি। কিন্তু বানাতে অবশ্য বেশী দেরী হবেও না। গড়িগুলো দেখে আপনারও ইচ্ছে করবে, গাড়িগুলোতে যদি একবার চড়তে পারতেন! আসুন দেখে আসি অদ্ভূত কিন্তু দারূণ সেই ডিজাইনের গাড়িগুলো!
উপরের ছবিটি দেখে বুঝতেই পারছেন সামনে চাকা নেই! কি করে চলবে এই গাড়ি! অবশ্যই কিছু না কিছু আছে। চড়তে পারলে নিশ্চয় দারুণ একটা অভিজ্ঞতা হয়ে যেত!
আপনি গাড়িটি দেখে হয়তো ভাবতে পারেন, কি ব্যাপার! গাড়ির স্টিয়ারিং কেনো বাইরে! তাইলে গাড়ি চালাবো কি করে! আর যদি এমনটি না ভেবে থাকেন তো আপনি ঠিক ধরেছেন এগুলো আসলে গাড়ির চাকা, তাও আবার এতো চিকন!
এই গাড়িতেও দেখা যাচ্ছে স্টিয়ারিং বাইরে! নাহ, আসলে সেগুলো চাকা। কিন্তু মনে হচ্ছে গাড়িতে বসলে পড়ে যাবার ভয় আছে! ট্রাক্টরের সাথে এই ডিজাইনের বেশ মিল আছে, কি ভাবছেন আপনারা?
এই গাড়িতেও মনে হচ্ছে সামনে চাকা নেই! কিন্তু আছে, একটা না, সামনে চারটি চাকা আছে! এ গাড়ি দেখে প্রথমেই যে কথা আমার মনে হলো এটি মঙ্গল গ্রহে চালানোর জন্য! আপনি কি ভাবছেন? অবশ্য কাকঁড়া ভেবে বসাটাও ভুল হবে না, কাঁকড়া সামনে যেরকম শুঁড় থাকে ঠিক সেরকমই দেখা যাচ্ছে গাড়িতে!
গাড়ির চাকার এই অবস্থা দেখে আপনার মনে হবে রাস্তায় বুঝি ঝাঁকি খেতে খেতে যেতে হবে! চড়লে মন্দ হতো না!
এর আগের গাড়িগুলোতে চাকার কিছু অস্তিত্ব থাকলেও এটাতে চাকাই নেই! এটা মনে হয় ওড়ার জন্য। মজাই হবে গাড়িতে চড়ে উড়ে যেতে পারলে!
এই গাড়িটি আপনার দারূণ পছন্দ হবে, একা একা চড়ার জন্য সম্ভবত এই গাড়িটি সেরা! দেখতে অনেকটাই মাছির মতো লাগছে, তাই নয় কি?
পেছনে মাত্র একটা চাকা! নাহ, আসলে দুটো চাকা জোড়া লাগানো হয়েছে। এই গাড়িটির সিটের অবস্থা দেখে মনে হচ্ছে প্রায় শুয়ে শুয়ে চালানো যাবে! তবে প্রথম দেখায় বিচ্ছুও ভাবা যায়, পেছনে মনে হয় লম্বা একটা শুঁড় গোল করে গুটিয়ে রেখেছে!
এই গাড়িটি চলবে থোরিয়ামের জ্বালানীর সাহায্যে। থোরিয়াম জ্বালানির মোটর ইঞ্জিন, মাত্র ৮ গ্রামে ১০০ বছর চলবে! থোরিয়াম ব্যবহারযোগ্য ইঞ্জিন তৈরির ক্ষেত্রে গবেষকরা নানান গবেষণা এবং অনেক ইঞ্জিন পর্যবেক্ষণ শেষে ৫০০ পাউন্ড ওজনের সাধারণ গাড়ির ইঞ্জিনের মতোই দেখতে একটি ইঞ্জিন তৈরি করেছেন যা সফল ভাবেই থোরিয়াম জ্বালানি ব্যবহার করতে পারে। Laser Power Systems (LPS) গবেষণায় দেখা গেছে থোরিয়াম হচ্ছে তেমন একটি জ্বালানি যা খুবি অল্প পরিমাণে মেশিনকে নিয়ে যেতে পারবে চরম অবস্থায়। এ সম্পর্কে বিস্তারিত পড়ুন ঢাকা টাইমসের একটি প্রতিবেদনে।
এতোক্ষণ অদ্ভুত ডিজাইনের সব গাড়ি দেখে এলেও এই ডিজাইনটি একদম আমাদের বর্তমান গাড়িগুলোর সাথে যায়। বাইরে থেকে দেখতে সাদামাটা মনে হলেও নিশ্চয় এটাতেও থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা!
আশা করা যায় এই গাড়িগুলো ২০৫০ সালের আগেই চলে আসবে যা হবে স্বয়ংক্রিয় গাড়ি, চলবে জ্বালানী ছাড়াই!
তথ্যসূত্রঃ List25
This post was last modified on ডিসেম্বর ১১, ২০২৪ 2:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…