ভালোবাসার সম্পর্ক না হবার দশটি কারণ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মানুষ সবসময়ে একজন সঙ্গী খুঁজে বেড়ায়, সঙ্গীহীন জীবন দুর্বিষহ! তবে অনেকেই নিজের কিছু সমস্যার কারণে সঙ্গী খুঁজে পায়না কিংবা কিছু নেতিবাচক স্বভাব থাকার কারণে সঙ্গী পেয়েও হারায়। চলুন জেনে নিই কি কি কারণে আপনার সঙ্গী আপনাকে ছেড়ে যেতে পারে কিংবা আপনার সাথে সম্পর্কে জড়াতে অনাগ্রহ দেখাবে।


নিজের সময়কে বেশি মূল্য দেয়াঃ

আপনি যদি এমন মানুষ হন যে আপনার কাছে অন্য সব কিছু থেকে নিজের সময় অনেক বেশি মূল্যবান! তবে আপনার সঙ্গী অবশ্যই সেটা পছন্দ করবেনা, সঙ্গীকে সময় দিতে না পারলে সে আপনার সাথে কেনোই বা সম্পর্কে জড়াবে বলুন?

আনুকূল্য দাবি করাঃ

আপনি যেকোনো সাহায্য কিংবা এজাতীয় কিছু করার বিনিময়ে আহ্লাদে গদ গদ হয়ে খুব বেশি আনুকূল্য দাবি করে বসলে আপনার সঙ্গী সেটা কখনোই সঠিক কিংবা ভালো চোখে দেখবেনা। আপনাকে এই ক্ষেত্রে আনুকূল্য পাওয়ার জন্য অতি উৎসাহী হওয়া পরিহার করতে হবে।

কেও  “L” বললেই লাভ ধরে নেয়াঃ

Related Post

অনেকেই আছে যারা “L” বললেই ধরে নেয় তাকে Love বলে ফেলেছে কিংবা অতি উৎসাহী হয়ে পড়া। আপনি যদি সঙ্গী খুঁজে পেতে চান তবে অবশ্যই অতি উৎসাহী হয়ে পড়বেন না।

সাবেক সঙ্গীর কথা মনে রেখে দেয়াঃ

অনেকেই আগের সম্পর্কের কথা ভুলতে পারেন না কিন্তু নতুন সম্পর্ক খুঁজে বেড়ান, এটা কখনোই ঠিক না, কারণ আপনার সাথে যে সম্পর্কে জড়াবে সে চাইবেনা আপনি মনে মনে অন্য কারোর বিষয়ে চিন্তা করবেন। অতএব নতুন সম্পর্ক চাইলে আগের সম্পর্ক ভুলতেই হবে।

অন্যায় করেও সেই বিষয়ে অনুতপ্ত না হওয়াঃ

আপনি কখনো অন্যায় করেছেন কিন্তু সে বিষয়ে আপনার মাঝে কোন অনুতপ্ততা নেই! সেটা কখনোই ভালো চরিত্রের সাথে যায়না। আপনার সঙ্গী অবশ্যই চাইবে আপনি ভালো মন্দের তফাৎ বুঝবেন সে আপনাকে নীতিবান হিসেবেই দেখতে চাইবে।

বন্ধুদের বেশি গুরুত্ব দেয়াঃ

অনেকের মাঝেই দেখা যায় নিজের পরিবার কিংবা সঙ্গীকে সময় কিংবা গুরুত্ব না দিয়ে বন্ধুদের নিয়েই মেতে থাকে, এই ক্ষেত্রে আপনার সঙ্গী কখনোই চাইবেনা আপনি তাকে সময় না দিয়ে কিংবা গুরুত্ব না দিয়ে অন্য কাওকে গুরুত্ব দিচ্ছেন সময় দিয়ে যাচ্ছেন!

একের অধিক সঙ্গী রাখাঃ

আপনি যদি এমন হন যে আপনার একজনের সাথে সম্পর্ক করার ইচ্ছে আছে কিন্তু আপনি সম্পর্ক বজার রাখছেন একই সাথে বেশ কয়েকজনের সাথে তবে অবশ্যই আপনার মত এমন চরিত্রের কাওকে সঙ্গী হিসেবে চাইবেনা, একই ভাবে আপনি নিজেও চাইবেন না এমন কাউকে সঙ্গী হিসেবে।

নিজের মত নিজে থাকাঃ

আপনি যদি এমন হন আপনার সঙ্গী কেমন আছে কি করছে তা না ভেবেই নিজের সময়কে উপভোগ করতে থাকেন নিজের যা ভালো  লাগে তাই করেন তবে এই ক্ষেত্রে আপনি অবশ্যই সম্পর্ক করার মত কিংবা সঙ্গী খুঁজে পাওয়ার মত ব্যক্তি নন।

আপনি যদি বিবাহিত হনঃ

অনেকেই আছে যারা বিয়ের পরও নতুন সঙ্গী খুঁজে বেড়ায়! আপনি যদি একজন বিবাহিত কিংবা বিবাহিতা হন তবে কেন আপনার  স্বামী/স্ত্রীর থাকতেও অন্য কেউ সঙ্গী হিসেবে চাইবে?

সম্পর্ককে যদি শারীরিক বিষয় ভাবেনঃ

আপনি যদি সম্পর্কের মানেই শারীরিক সম্পর্ক ভাবেন অর্থাৎ যৌনতা মানেই ভালোবাসা ভাবেন তবে সেক্ষেত্রে এটি সঙ্গী পাওয়ার পেছনে একটি বাঁধা হিসেবে কাজ করবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার সঙ্গী আপনার কাছে শারীরিক চাহিদার বাইরেও অনেক কিছু আশা করে।

সুতরাং উপরের বিষয় সমূহ যদি আপনার মাঝে না থাকে তবে আপনি অবশ্যই সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আদর্শ একজন ব্যক্তি! অতএব সঙ্গী পাওয়ার বিষয়ে নিশ্চিন্ত থাকুন।

তথ্যসূত্রঃ Buzzfeed

This post was last modified on নভেম্বর ২৬, ২০১৩ 5:08 অপরাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে