দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ধারণা করা হচ্ছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান Samsung তাদের Galaxy S সিরিজের পরবর্তী সংস্করণ ৫ ইঞ্চি ডিসপ্লে এবং প্ল্যাস্টিক বডির Galaxy S5 বাজারে আনবে আগামী বছরের প্রথম দিকে।
যদিও Samsung কর্তৃপক্ষ এখনও তাদের পরবর্তী মডেলের Galaxy S5 ঠিক কবে নাগাদ বাজারে আনবে কিংবা এতে কি কি সুযোগ সুবিধা সংযোজিত করা হচ্ছে অথবা আদৌ কি Galaxy S সিরিজের ভবিষ্যৎ মডেল তৈরির কোন পরিকল্পনা হাতে নিয়েছে কিনা সেই বিষয়ে কিছুই জানায়নি।
তবে বেশ কিছু প্রযুক্তি বিষয়ক মিডিয়া ইতোমধ্যে তাদের বিভিন্ন সূত্রে Galaxy S5 বাজারে আসার কথা এবং সম্ভাব্য সময় বিষয়ে নিশ্চিত করেছে। ইতোমধ্যে বিভিন্ন সূত্রে জানা যায় Galaxy S5 এ ১৬ megapixel ISOCELL প্রযুক্তির প্রধান(Back) ক্যামেরা, ৩ গিগাবাইট রেম এবং ৪,০০০ mAh ব্যাটারি থাকবে। এছাড়া এতে ৫ ইঞ্চি OLED ডিসপ্লে, প্ল্যাস্টিক তৈরি বডি। যেহেতু ক্যামেরায় ISOCELL প্রযুক্তির ব্যবহার থাকছে সুতরাং এর মাধ্যমে অল্প আলোতে আগের চেয়ে অনেক বেশি স্পস্ট ছবি তোলা সম্ভব হবে। প্রসেসর হিসেবে প্রত্যাশিত ভাবেই থাকছে আইফোন ৫এস এ প্রথম ব্যবহারিত ৬৪বিট প্রসেসর এর আদলেই ৬৪বিট প্রসেসর। কারণ এর আগেই স্যামসাং থেকে ঘোষণা দেয়া হয়েছিল তাদের সকল ভবিষ্যৎ পণ্যে ৬৪বিট প্রসেসর ব্যবহার করবে তারা।
এদিকে Galaxy S5 এ থাকছে মাল্টি পার্টি ভিডিও কল ব্যবস্থা যেখানে সামনের এবং পেছনের দুই দিকের ক্যামেরা ব্যবহার করে আলাদা আলাদা ভাবে ভিডিও কল করা যাবে। Galaxy S5 এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এন্ড্রয়েডের সর্বশেষ ভার্সন Android 4.4 KitKat।
আপাতত Samsung Galaxy S5 বিষয়ে নানান তথ্য প্রকাশ হলেও প্রকৃত বিষয়ে নিশ্চিত হতে হলে ২০১৪ সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ধারণা করা হচ্ছে ২০১৪ সালের জানুয়ারির দিকেই স্যামসাং Galaxy S5 বাণিজ্যিক ভাবে নির্মাণের কাজে হাত দিবে।
সূত্রঃ দিটেকজার্নাল
বিশেষ ধন্যবাদঃ টেকরিডার
This post was last modified on নভেম্বর ৩০, ২০১৩ 11:18 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…