দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা এবং বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’| ফিফা বিশ্বকাপ ২০১৪ এর বাকি প্রায় সাত মাস। ইতিমধ্যেই বিশ্বকাপের অফিসিয়াল কোকাকোলা ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪’র অ্যানথেম সং অর্থ্যাৎ প্রশংসাসূচক গান প্রকাশ করেছে।
যে গানটি কোকাকোলা প্রকাশ করেছে তার নাম ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’| গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রাজিলিয়ান শিল্পী ডেভিড কুরি যিনি ২০১২ এক্স-ফ্যাক্টরের ফাইনালিস্ট। গানটির লিরিক লিখেছেন রক মাফিয়া এবং তার এই গানে সুর দিয়েছেন আরেক ব্রাজিলীয় বংশোদ্ভূত মারিও ক্যালদাতো জুনিয়র। থিম সংটির মধ্যে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য ও ব্যালে ফাংক নাচের ছন্দ এবং টেকনো ব্রাগা সুরের সংমিশ্রণ রয়েছে।
কোকাকোলার গ্লোবাল এন্টারটেইনমেন্ট মার্কেটিংয়ের পরিচালক জো বেলোত্তি জানিয়েছেন – কোকাকোলা সব সময়ই তাদের প্রচার কার্যক্রমে সঙ্গীতের ওপর জোর দিয়ে থাকে এবং সেই প্রেক্ষিতেই ২০১৪ ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে গোটা বিশ্বকেই এক সুতোয় গেঁথে রাখতে অ্যানথেম সংটি প্রকাশ করেছে তারা। তাদের ‘দ্যা ওয়ার্ল্ড অব আওয়ারস’ গানটি সারা পৃথিবী জুড়ে স্বপ্নের রঙধনু ছড়িয়ে দেবে। একই সাথে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ অনুষ্ঠানটি সারা বিশ্বের সঙ্গে কোকোকালার সম্পর্ক জোরদার করবে।
ফিফা বিশ্বকাপ ট্রফি ২০১৪-র বিশ্বব্যাপী যে ভ্রমণ শুরু হয়েছে সেখানে ডেভিড কুরিও সাথে থাকবেন এবং নির্বাচিত কিছু জায়গায় আয়োজিত কনাসার্টেও অংশ নেবেন তিনি।
গানটির ব্যাপারে বলতে গিয়ে ডেভিড কুরি জানান – এই অ্যানথেম গানের কথা, সুর, তাল, লয় সবই অসাধারণ। নিঃসন্দেহে এটি একটি ভালো গান এবং আশা করা যায় গানটি বিপুলসংখ্যক মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।
অ্যানথেম সংটির ভিডিও দেখুনঃ
This post was last modified on ডিসেম্বর ১, ২০১৩ 5:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
View Comments
messi is best in the world