দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ২০১৩ সাল বিভিন্ন কারণে সারা বিশ্ব ব্যপি আলোচিত হয়ে থাকবে, নানান ঘটনা রটনা কিংবা সাফল্য ব্যর্থতায়! আজ ২০১৩ সালে সারা বিশ্ব থেকে উঠে আসা অসাধারণ কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে দি ঢাকা টাইমসের এই প্রতিবেদন!
আজকে সারা বিশ্বের ২০ দেশ থেকে উঠে আসা ২০ টি অসাধারণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করব আমরা, চলুন আর দেরি কেন দেখে নেয়া যাক অসাধারণ সেই ছবি গুলো।
১। ওয়েলস, যুক্তরাজ্যঃ
প্রথম ছবিটি এসেছে যুক্তরাজ্যের ওয়েলস থেকে, অপরূপ এক প্রাকৃতিক দৃশ্য! দেখে আবার অনুধাবন করা যায় কি সুন্দর পৃথিবীতেই না আমাদের বসবাস!
২। আইস্ল্যাণ্ডঃ
দ্বিতীয় ছবির দেশটি হচ্ছে বরফের দেশ আইস্ল্যাণ্ড, অনিন্দ্য সুন্দর ফলস অর্থাৎ জলপ্রপাত!
৩। নরওয়েঃ
তৃতীয় ছবিটি একটি বরফ গলা হিমবাহ এর ছবি, এই ছবির দেশ নরওয়ে। প্রচণ্ড শীতে জমে যাওয়া বরফ মুক্ত ঝরা হালকা রোদে গোলে যাচ্ছে!
৪। তানজানিয়াঃ
এই ছবিটি তোলা হয়েছে আফ্রিকার দেশ তানজানিয়া থেকে। অসাধারণ নীল আকাশ, ছবির মত মাঠ এবং নিঃসঙ্গ একা বৃক্ষ! মোট কথা দুর্দান্ত একটি ছবি।
৫। ইথিওপিয়াঃ
পঞ্চম ছবিটি তুলে আনা হয়েছে ইথিওপিয়া থেকে।
৬। কানাডাঃ
এটি কানাডার এক জলপ্রপাতের ছবি।
৭। মার্কিন যুক্তরাষ্ট্রঃ
এই সাধারণ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধারন করা।
৮। গুয়াটেমালাঃ
এই ছবিটি গুয়াটেমালা এর রূপ বৈচিত্র্য তুলে ধরেছে। কি অসাধারণ সৃষ্টি কর্তার সৃষ্ট এই পৃথিবী!
৯। অস্ট্রেলিয়াঃ
নবম ছবিটি অস্ট্রেলিয়া এর একটি গ্রাম্য এলাকার ছবি এটি বিমান থেকে ধারন হয়েছে!
১০। নিউজিল্যান্ডঃ
এটি নিউজিল্যান্ডের পাহাড়ি প্রকৃতির অসাধারণ এক ছবি।
১১। কোস্টা রিকাঃ
ছবিতে কোস্টা রিকার সৈকত!
১২। মেক্সিকোঃ
মেক্সিকোর প্রবাল পাথুরে দ্বীপ!
১৩। দক্ষিণ আফ্রিকা:
ছবিতে দক্ষিণ আফ্রিকার বেলাভূমি!
১৪। নাইজেরিয়াঃ
কালো মানুষের দেশ নাইজেরিয়ার পাগল করে দেয়া অপরূপ প্রকৃতি!
১৫। ইতালিঃ
ইতালির অসাধারণ গ্রাম্য রাস্তা! দেখলেই ঘুরে আসতে ইচ্ছে করে!
১৬। ফ্রান্সঃ
ফ্রান্সের একটি গ্রামের ফুলের ক্ষেত এটি!
১৭। কসোভোঃ
এটি কসোভোর অপরূপ দৃশ্য!
১৮। জার্মানিঃ
জার্মানির একটি নদীর তীরে।
১৯। তুরস্কঃ
এটি তুরস্কের একটি নদী! নদীর বুকে আকাশের ঘাড় নীল যেন নদীর সকল পানিতে নীল রং ঢেলে দিয়েছে, কি অপরূপ!
২০। এন্টার্কটিকাঃ
বরফের মহাদেশ! অসাধারণ দৃশ্য! এই দৃশ্য আবার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি মায়ের রূপ কত সুন্দর এবং আমরা ধন্য আমরা এই অপরূপ পৃথিবীর বাসিন্দা!
This post was last modified on ডিসেম্বর ১৪, ২০১৩ 1:17 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
View Comments
Nice...