দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ নানান উৎকণ্ঠা এবং রুদ্ধশ্বাস অবস্থার মাঝেই একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে,কাদের মোল্লার রায় স্থগিত করার বিষয়ে ইতোমধ্যে নানান প্রশ্ন সৃষ্টি হিয়েছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাদের মাঝেই, দেশের এটর্নি জেনারেল জানিয়েছেন যা ঘটেছে বা ঘটছে যা আমি কিছুই জানিনা আমাকে কোন বিষয়ে অবহিত না করেই এসব সিদ্ধান্ত নিয়েছে।
একই সাথে এটর্নি জেনারেল এটিও বলেন দেশের প্রধান সরকারী আইন কর্মকর্তা হিসেবে যেকোনো শুনানি কিংবা আদেশ কার্যকর স্থগিত করার বিষয়ে আমাকে অবহিত করার কথা এই ক্ষেত্রে আমি কিংবা দেশের ১৪০ জন আইন কর্মকর্তার কাউকেই কিছু জানানো হয়নি, এটা কিভাবে হয়েছে তা আমি বুঝতে পারছিনা।
এদিকে অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান এক সংবাদ বিবৃতিতে বলেন কিভাবে কি করে এধরণের স্থগিতাদেশ দেয়া হয়েছে সেই বিষয়ে কাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমদু হোসেনের চেম্বারে তারা যাবেন। একই সাথে প্রধান বিচারপতির সাথেও এই বিষয়ে কথা বলবেন।
সারা দেশ থেকে কাদের মোল্লার রায় কার্যকর করার খবর ছড়িয়ে পরার পর নানান রকম সহিংসতার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ফেনীতে পুলিশ ভ্যানে আক্রমণ করতে ভ্যান জ্বালিয়ে দেয়া হলে সেখানে পুলিশের গুলিতে এক জামাত কর্মী নিহত হয়েছেন। সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীরা গভীর রাতে তাণ্ডব চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। পলাশ বাড়িতে শিবির কর্মীরা বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে।
এছাড়া জয়পুরহাটে জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলার সাধারণ সম্পাদকের বাসায় আগুন দিয়েছে জামায়াত শিবিরকর্মীরা। জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহীর বিনোদপুর বাজারে জামাত শিবির কর্মী ভয়া বহ আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ঘটনায় জামাতে ইসলাম আগামী বুধবার এবং বৃহস্পতিবার হরতাল ডেকেছে।
সর্বশেষ অবস্থার বিষয়ে লাইভ আপডেট পেতে দি ঢাকা টাইমেসে সাথেই থাকুন।
This post was last modified on ডিসেম্বর ১১, ২০১৩ 12:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…