দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই।
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর ঢাকায় অবস্থানের মধ্যেই মঙ্গলবার কাদের মোল্লার জন্য শেখ হাসিনাকে চিঠি পাঠানোর তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জাতিসংঘের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। খবর সংবাদ মাধ্যম সূত্রের।
একাত্তরে খুন-ধর্ষণে দোষী সাব্যস্ত কাদের মোল্লাকে মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হবে বলে তার দল জামায়াতে ইসলামীর আশঙ্কা প্রকাশের মধ্যে সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বাধীন দুই বিশেষজ্ঞ এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।
আবদুল কাদের মোল্লা ন্যায়বিচার পাননি অভিযোগ তুলে গাব্রিয়েলা নাউল ও ক্রিস্টফ হেইন্সের বিবৃতি দেয়ার এক দিনের মাথায় জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ‘শেষ মুহূর্তের আহ্বান’ এল, যাতে তিনি কাদের মোল্লাকে একজন রাজনীতিক হিসেবে উলেস্নখ করে তাকে এখনি ফাঁসিতে না ঝোলানোর অনুরোধ করেছেন।
আবদুল কাদের মোল্লাকে তার অপরাধে দোষী সাব্যস্ত করে গত ফেব্রুয়ারি মাসে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে নির্মমতার সাক্ষীরাসহ সারাদেশ থেকে ওই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ওঠার প্রেক্ষাপটে এর বিরুদ্ধে আপিল করে প্রসিকিউশন, আপিল করেন কাদের মোল্লা নিজেও।
ওই আপিলের রায়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। আপিল বিভাগের রায় পর্যালোচনায় আবেদন জানানোর সুযোগ দেশের সাধারণ নাগরিকদের থাকলেও গণহত্যা, যুদ্ধাপরাধে দণ্ডিতদের সেই সুযোগ সংবিধানে রহিত করা হয়েছে; যদিও কাদের মোল্লার আইনজীবীরা এই সুযোগ দাবি করে আসছেন।
উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার কমিশন এক মাস আগেও একই ধরনের এক বিজ্ঞপ্তিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এর কোনো মামলায় মৃত্যুদণ্ড না দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল।
This post was last modified on ডিসেম্বর ১১, ২০১৩ 10:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…
View Comments
kader Mollar fasi hole deser obosta khub kharap hobe... R ai briddho boyose take fasi deoar ki dorkar... Tini to emnitei more jaben... Tai deser valo chaile take fasi na deoa valo....