দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরে স্থগিতাদেশের ওপর শুনানি আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি করেছে আদালত।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বুধবার বেলা ১টায় এ আদেশ দিয়েছেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আজকের এই শুনানিতে কাদের মোল্লার পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।
উল্লেখ্য, হরতাল ও অবরোধের কারণ দেখিয়ে ফাঁসি কার্যকরের স্থগিতাদেশ আরো বাড়ানোর আবেদন করেন কাদের মোল্লার আইনজীবীরা। আদালতে শুনানি শুরুর কিছুক্ষণ পর আবার ১ ঘণ্টার জন্য শুনানি মুলতবি করেন আদালত। এরপর বেলা সাড়ে ১১টায় আবার আদালত বসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি রাখার এ আদেশ দেন।
This post was last modified on ডিসেম্বর ১১, ২০১৩ 1:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাঁধে ব্যথা হলে বেশিরভাগ মানুষই ভুল ভঙ্গীতে শোয়া, কাঁধে ক্রমাগত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক এড়াতে ভারত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্টেম কোষ থেরাপিতে পক্ষাঘাতও সারিয়ে ফেলা সম্ভব হবে। যে কারণে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অনলাইন সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা আহমেদ ইন্তোকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিলো মিশর। সোমবার আল জাজিরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্যাশন সরণিতে মডেলরা যেভাবে ‘ক্যাটওয়াক’ করে, অ্যালিগেটরের হাঁটার ধরনেও ঠিক…