দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ একটু আগে কাদের মোল্লার সাথে দেখা করে তার স্বজনরা বাসায় ফিরছেন, এটি কি তবে শেষ দেখা হতে যাচ্ছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে কারা কর্তৃপক্ষের নিরাপত্তা এবং অন্যান্য সকল ব্যবস্থা দেখে মোটামুটি ধারণা করা যাচ্ছে আজ রাতেই ফাঁসির রায় কার্যকর করা হতে পারে।
কাদের মোল্লার সাথে এই নিয়ে দ্বিতীয়বারের মত একটু আগে দেখা করতে জেল গেইটে যান কাদের মোল্লার স্ত্রী, তার পরিবারের মোট ৯ জন সদস্য এদের মাঝে তার ৪ কন্যা, ২ পুত্র এবং তাদের সন্তানরা ছিলেন। কাদের মোল্লার ছেলে হাসান জামিল পিতার সাথে দেখা করতে এসে সাংবাদিকদের জানান তার পিতা জানিয়েছেন তিনি তার আইনজীবীদের সাথে সাক্ষাৎ করতে চান। কি কারণে সাক্ষাৎ করতে চান এমন প্রশ্নের উত্তরে হাসান জামিল বলেন, আমার বাবা রায় কার্যকরের বিষয়ে আইনি আলোচনা করতেই তার আইনজীবীদের সাথে এই সাক্ষাৎ চেয়েছেন।
এদিকে কাদের মোল্লার সাথে সাক্ষাৎ শেষে তার ছেলে হাসান জামিল মিডিয়াকে জানিয়েছেন তারা আশা করছেন আরও সময় পাওয়া যাবে, তাদেরকে কারা কর্তৃপক্ষ এখনো ফাঁসির বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। কাদের মোল্লার আইনজীবীদের ও একই ভাষ্য, কাদের মোল্লার আইনজীবীরা দুপুরে জানিয়েছেন কাদের মোল্লার রায় আজ কার্যকর করার কোন আইনি সুযোগ নেই, কারণ নিয়ম হিসেবে আদালতের নির্দেশের সম্পূর্ণ কপি কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে হবে সেই হিসেবে তা বর্তমানে সম্ভব নয় কারণ কাল থেকেই আদালত অবকাশ কালীন ছুটিতে যাচ্ছে। ছাড়াও কাদের মোল্লার রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষা চাওয়ার সুযোগও রয়েছে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত ফলে সেই পর্যন্ত ফাঁসি কার্যকর হবেনা।
এর আগে অবশ্য কাদের মোল্লার পুত্র হাসান জামিল মিডিয়াকে জানান তারা নিজ উদ্যোগে কাদের মোল্লার সাথে দেখা করতে কারা কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন সেই হিসেবে কারা কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করলে আজ রাতেই তারা দেখা করবেন।
এদিকে বাংলাদেশের এটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন কাদের মোল্লার প্রান ভিক্ষা চাওয়ার কোন সুযোগ নেই, সে আগেই জানিয়েছে সে প্রান ভিক্ষা চাইবেনা! অন্য দিকে আদালতের সম্পূর্ণ কপি দেয়ার ও প্রয়োজন নেই কারণ সম্পূর্ণ বেঞ্চ সর্বসম্মত ভাবে এই আদেশ দিয়েছেন। সংক্ষিপ্ত আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ রায় কার্যকর করতে পারবেন।
আদালতের সংক্ষিপ্ত নির্দেশ একটু আগে কারাকর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছেছে বলেও জানা গেছে। অতএব এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা আজ রাতেই কি কাদের মোল্লার ফাঁসি হতে যাচ্ছে কিনা!
This post was last modified on ডিসেম্বর ১২, ২০১৩ 8:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
View Comments
ঠিক আছে -----
জনাব দি ঢাকা টাইমস্ সম্মাদক,
আপনার সতর্কবার্তায় দেখতে পেলাম বিনা অনুমতিতে কপি-পেষ্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং
কপিরাইট আইনের বিচার যোগ্য বলে যে বাণী দিয়েছেন। আমার মনে হয় এরকম বাণী
কোন সুস্ত সম্পাদকের হতে পারে না। যদি আপনাদের নিউজ বা গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে
আপনাদের নিউজকে হাইডিন করে রাখেন! নতুবা প্রচার না করেন! তাহলেই তো হয়ে যায়।
আর কপি-পেষ্ট করার মানে হচ্ছে, আপনার "দি ঢাকা টাইমস্" সাইটটি জনপ্রিয় বূঝতে হবে
এবং অনলাইনে যারা খবর দেখে তাদের দৃষ্টিতে খুব পছন্দনীয় বুঝতে হবে। আর আপনাদের প্রতিপক্ষ
বাকী সাইডগুলু যদি আপনাদের লেখা কপি করে সেটা আরো উত্তম মনে করতে হবে। কারণ,
এরা তো আপনাদের খবর চুরি করে প্রচার করে। তখন আমরা বুঝতে পারব যে, না, আমরা "দি ঢাকা টাইমস" এর খবরই দেখব।
আশা করি বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছেন।
বিস্তারিত বলার ইচ্ছা নেই তাই বল্লাম না।
১২/১২/২০১৩
মধ্যপ্রাচ্য থেকে।
আমরা দুঃখ প্রকাশ করি আললাহ যা করেন ভালোর জন্ন্যকরেন!