দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে জরুরী বিশেষ বার্তা পাঠিয়েছেন। এরশাদ তাঁর বার্তায় জানিয়েছেন তাঁকে আটক রাখা হয়েছে।
এরশাদ তার এই বার্তা তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া তার ব্যক্তিগত উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের জন্য পাঠিয়েছেন।
এরশাদ তার বার্তায় জানায় আমাকে আটকে রাখা হয়েছে, এখানে আমি অসুস্থ না হলেও আমাকে জোর করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দলে আমার বাইরে কারো উপর আমি চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করিনি, তিনি রুহুল আমিন হাওলাদার এবং জি এম কাদের কে দলের সিদ্ধান্ত বিষয়ে সব সময় আপডেট দিচ্ছেন বলে জানান, এবং তিনি আরও বলেন রুহুল আমিন হাওলাদার এবং জি এম কাদেরের কাছেই দলের সর্বশেষ আপডেট পাওয়া যাবে অন্য কারো কাছে নয়।
এছাড়া এরশাদ নির্বাচনের বিষয়ে বলেন বর্তমান ঘোষিত এই তফসিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবেনা। এবং আমি কাউকে দলের মুখপাত্র করিনি বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারেছি মজিবুল হক চুন্নু নামের একজন নেতা জাতীয় পার্টির মুখপাত্র হিসেবে মিডিয়াতে বিবৃতি দিচ্ছে যা সত্যি নয় কাউকেই এই দায়িত্ব দেয়া হয়নি। পার্টির শৃঙ্খলা ভঙ্গের জন্য আমি যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এখান থেকেই।
এরশাদ আরও বলেন রুহুল আমিন হাওলাদার এবং জি এম কাদের ছাড়া অন্য কারো কথায় নেতারা যেন বিভ্রান্ত না হয়।
এরশাদ নিজের এই বিবৃতি তাঁর ব্যক্তিগত উপদেষ্টা ববি হাজ্জাজের সাথে মোবাইলে আলাপ কালে জানিয়েছেন বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে।
যদিও জাতীয় পার্টির চেয়ারম্যানের দেয়া এ বিবৃতির ববি হাজ্জাজ নিজে মিডিয়াকে বলেন নি, এই বিবৃতি পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের বিজ্ঞপ্তিতে মিডিয়াকে জানানো হয়েছে।
জাতীয় পার্টির আরও খবরঃ
* সব দলের অংশগ্রহণে নির্বাচন চাওয়াতেই এরশাদকে সিএমএইচ এ নেয়া হয়েছে!
* এরশাদও শেষ পর্যন্ত নির্বাচনে আসছেন?