দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পিতা এরশাদের কাছে কৈফিয়ত চাইলেন এরিখ। কারণ তিনি বাড়ি ত্যাগ করার সময় তাকে না বলেই চলে এসেছিলেন।
শিশুপুত্র এরিখের এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেননি এরশাদ। তিনি আবেগআপ্লুত হয়ে পড়েন সাবেক এই রাষ্টপ্রধান। এমন খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। পরিবারের উদ্বৃতি দিয়ে খবরে বলা হয়, এরশাদকে এই প্রশ্ন করার পর এরশাদ হত বিব্হল হয়ে পড়েন। তিনি যেনো তার শিশু পুত্রের প্রশ্নের জবাব দিতে বার বার চোখ মোছেন আর বলেন, তুমিতো ঘুমিয়ে ছিলে তাই তোমাকে আমি ডাকিনি। তবে শিশু এরিখ পিতাকে সতর্ক করে দিয়ে বলেছেন, আর যেনো এমন না হয়।
বৃহস্পতিবার যখন এরশাদকে র্যাব তুলে নিয়ে যায় তখন এরিখ ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে সকালে জেগে দেখেন তার বাবা নেই। জানতে চাইলে তাকে বলা হয়, অসুস্থ হয়ে পড়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়েছে। এ কথা শুনে এরিখ বেশ বিচলিত হয়ে পড়ে। পরে তাকে বোঝানো হয় তার বাবা এখন সুস্থ্য আছেন। এ কথা শুনে এরিখ স্টাফদের হাসপাতালে নিয়ে যেতে বলে। সকাল ৮টায় তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় এরিখকে। সেখানে এরিখ প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পোনে ১২টার সময় র্যাব-১ তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসে। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয় এরশাদকে গ্রেফতার করা হয়েছে। পরে র্যাবের পক্ষ থেকে বলা হয়, এরশাদ অসুস্থ তাকে ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাপসাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ ঘটনা নিয়ে সরকারি পক্ষ ও জাতীয় পার্টির মধ্যে বিভিন্ন সময় নানা কানাঘুষা বিদ্যমান। এরশাদ নিজেও ম্যাসেজের মাধ্যমে জানিয়েছেন তাকে আটকে রাখা হয়েছে।