Categories: সাধারণ

ভৈরব নদ দখল হয়ে যাচ্ছে! প্রশাসন নীরব

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ॥ দখল হয়ে যাচ্ছে জীবননগরের ভৈরব নদ। প্রভাবশালী ভূমি দস্যুরা উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় ভৈরব নদের মাঝ খানে বাঁধ দিয়ে এবং পুকুর খনন করে অবৈধ দখলের প্রতিযোগিতায় নেমেছে। আবার কেও কেও এ নদের দু’পাশ থেকে মাটি কেটে ভরাট করে তাতে চাষাবাদ শুরু করেছে।


জানা গেছে, জরুরি ভিত্তিতে এসব বাঁধ অপসারণ ও অবৈধ দখলদারদের হাত থেকে জমি দখলমুক্ত করা না হয় তাহলে অচিরেই এ নদের অস্তিত একেবারে বিলীন হয়ে যাবে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার উথলী, আন্দুলবাড়িয়া ও বাঁকা ইউনিয়নে ১ নম্বর সরকারি খাস খতিয়ানে ভৈরব নদের প্রায় ৮৩ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে জীবননগর পৌরসভায় ২১ হেক্টর, উথলী ইউনিয়নে ৩২ হেক্টর, আন্দুলবাড়িয়া ইউনিয়নে ১৯ হেক্টর ও বাঁকা ইউনিয়নে ১১ হেক্টর জমি রয়েছে।

সরেজমিনে আন্দুলবাড়িয়া এলাকা ঘুরে দেখা গেছে, আন্দুলবাড়িয়া বালিকা বিদ্যালয়ের সামনে নদের মাঝখানে বড় একটি পুকুর খনন করে তাতে মাচ চাষ করা হচ্ছে। নদের জমি দখল করে পুকুরটি খনন করেছেন ওই এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ দলু। নদের মাঝখানে পুকুর খননের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। একইভাবে কর্চ্চাডাঙ্গা শ্মশানঘাটের পাশে নিজের ইটভাটার ইট ও অন্য মালামাল ট্রাকযোগে সহজে নিয়ে যাওয়া-আসার সুবিধার জন্য নদের মাঝ বরাবর বাঁধ দিয়েছেন ভাটা মালিক মোঃ আজিম। এ বাঁধের কারণেও নদের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এছাড়াও ওই এলাকার প্রভাবশালী ভূমি দস্যুরা একাধিক জায়গায় বাঁধ দিয়ে অবৈধভাবে নদের জমি দখল করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক কৃষক জানান, আগে ভৈরব নদের পানি দিয়ে ধানসহ অন্যান্য ফসল ক্ষেতে সেচ দিতাম। কিন্তু ভূমি দস্যুরা নদের মাঝ বরাবর বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে নদ একেবার শুকিয়ে গেছে। ফলে ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন দিয়ে ফসল ক্ষেতে সেচ দেয়ার কারণে উৎপাদন খরচ বহুগুণে বেড়ে গেছে। তিনি আরও জানান, ভূমি দস্যুরা এর আগে একবার এভাবে নদের জমি দখল করে নিয়েছিল। তখন প্রশাসনের হস্তক্ষেপের কারণে তা দখলমুক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে প্রশাসনের কোন হস্তক্ষেপ বা নজরদারি না থাকায় ভূমি দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে অবৈধভাবে নদের মাঝখানে বাঁধ দেয়ার ব্যাপারে ইটভাটা মালিক মোঃ আজিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাঁধ অপসারণ করে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান জানান, যারা নদের মাঝ বরাবর বাঁধ দিয়েছে এবং নদের দুই পাশ থেকে মাটি কেটে ভরাট করে চাষাবাদ করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was last modified on ডিসেম্বর ২৭, ২০১৪ 12:23 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে