দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধ অপরাধীদের বিচার বিষয়ে পাকিস্তানের অনৈতিক পদক্ষেপের প্রতিবাদে পাকিস্তানী দূতাবাস ঘেরাওয়ের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ! বুধবার বিকেল ৩টার দিকে বিশাল মিছিল নিয়ে ঢাকার পাকিস্তানী দূতাবাস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা।
বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ের বিরুদ্ধে সম্প্রতি পাকিস্তান বেশ সরব, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে যুদ্ধ অপরাধ ইস্যুতে জামাত নেতাদের বিচার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। একই সাথে সে দেশের জাতীয় পরিষদে বাংলাদেশের যুদ্ধ অপরাধী কাদের মোল্লার জন্য একটি শোক প্রস্তাব আনা হয়, যেটি পাশ ও হয়। অন্য দিকে সে দেশের বিভিন্ন নেতারাও কাদের মোল্লার বিচার নিয়ে নানান মন্তব্য করছেন যা পরিস্কার বাংলাদেশের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বলেই মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে এসব বিষয় নিয়ে পাকিস্তানের পিপলস পার্টিও তাদের বিবৃতিতে বলেছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সে দেশের বিচার ব্যবস্থা নিয়ে পাকিস্তানের কথা বলা উচিৎ নয়। ইতোমধ্যে পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরী তলব করে এসব বিষয়ে বাংলাদেশের উদ্বেগ জানিয়ে দেয়া হয়েছে।
সম্প্রতিক এসব বিষয় নিয়ে গণজাগরণ মঞ্চ পাকিস্তানের দূতাবাস ঘেরাও করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে মঞ্চের নেতা ইমরান এইচ সরকার মিডিয়াকে জানিয়েছে। তিনি বলেন বুধবার বিকেল ৩ টা থেকে গুলশান ২ নং গোল চত্বর থেকে শুরু হবে মিছিল, মিছিল সেখান থেকেই এগিয়ে গিয়ে পাকিস্তানী দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাস ঘেরাও করবে।
This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৩ 2:23 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…