Categories: সাধারণ

চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক এবিএম নিজামুল হক আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন।


২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ সমমনা ১৮ দলের ডাকা হরতাল কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে খুন হন নিরীহ দর্জি দোকানি বিশ্বজিৎ দাস। এ সময় তারা প্রকাশ্যে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। লোমহর্ষক এই ঘটনা টিভির পর্দায় দেখে দেশে-বিদেশে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। দেশের মানুষ এমন নির্মম দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার এক বছর পূর্ণ হওয়ার পর এই হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত ৮ জন আসামি কারাগারে থাকলেও ১৩ জন আসামি পলাতক। আইনানুযায়ী গ্রেফতারকৃত আসামিদের উপস্থিতি ও পলাতকদের অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) আশা করছেন নিহত বিশ্বজিতের স্বজন ও আইনজীবীরা। অপরদিকে পলাতক আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

বিশ্বজিতের পিতা অনন্ত দাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই।’ বাকিটা আদালতের বিবেচনা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর পিপি (পাবলিক প্রসিকিউটর) মো. রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, আশা করছি রায়ে আসামিদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। পাশাপাশি এই হত্যা মামলায় যারা পলাতক তারাও গ্রেফতার হয়ে বিচারের আওতায় আসবে।

উল্লেখ্য, বিশ্বজিৎ হত্যার দিন রাতেই সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ। এছাড়া ১৩ ডিসেম্বর সুপ্রিমকোর্টের এক আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আরেকটি অনিয়মিত মামলা দায়ের করেন। ১৯ ডিসেম্বর গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম শাকিল, জিএম রাশেদুজ্জামান শাওন, এমদাদুল হক এমদাদ, মাহফুজুর রহমান নাহিদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জনগুরুত্ব বিবেচনা করে চলতি বছরের ১৩ জুন মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ পাঠানো হয়।

Related Post

This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৩ 11:09 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

গরমে হার্টের সমস্যা এড়াতে কামড় দিন পেয়ারায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…

% দিন আগে

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে আইফোনের দাম হতে পারে ২৩০০ ডলার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…

% দিন আগে

বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার তৈরি করলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…

% দিন আগে

‘দাগি’র প্রিমিয়ারে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।…

% দিন আগে

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫ বাংলাদেশিসহ চার শতাধিক…

% দিন আগে

গাছে ঝুলন্ত কুমিরকে লেজে পেঁচিয়ে শিকার করলো এক অজগর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…

% দিন আগে