দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চোখ মানুষের সবচেয়ে মূল্যবান অঙ্গ পৃথিবীতে অসংখ্য মানুষ এখন অন্ধত্ব রোগে আক্রান্ত যাদের অনেকের অন্ধত্ব সঠিক দাতা পেয়ে সারানো যেতে পারে। কিন্তু চক্ষু দাতা অনেক কম। এরই মাঝে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা করলেন তিনি তাঁর চোখ দুটি মরণোত্তর কোন অন্ধ মানুষকে দান করে দিয়ে যেতে চান।
আজ সন্ধানী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজের এক বক্তিতায় সবাইকে রাষ্ট্রপতি জানান তিনি তাঁর দুই চোখ কোন দুঃখী অন্ধ মানুষকে দিয়ে যেতে চান। তিনি বলেন, ” আমি সবার সামনে ঘোষণা করছি আমি আমার মরণোত্তর নিজের চক্ষু দান করে দেব।” রাষ্ট্রপতি আরও বলেন, আমি অনেক সময় স্বেচ্ছায় রক্ত দিয়েছি, এখনো দিতে চাই তবে বয়সের কারণে আমার থেকে রক্ত নেয়া হয়না। রাষ্ট্রপতি দেশ বাসীকে স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের সাহায্য করতে আহ্বান জানান।
আজ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. আলী আসগর মোড়ল, এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডঃ দিপু মনি।
রাষ্ট্রপতিকে সন্ধানীর কাজের অগ্রগতির বিষয়ে জানানো হয় সন্ধানী এখন পর্যন্ত প্রায় ৯ লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে এবং তা বিভিন্ন মানুষের বিপদে প্রদান করা হচ্ছে অপর দিকে প্রায় ৩৬ হাজার ২৭৫ জন মানুষ সন্ধানীতে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছে বলে জানানো হয়। রাষ্ট্রপতি এসব শুনে সন্তোষ প্রকাশ করেন।
This post was last modified on ডিসেম্বর ১৯, ২০১৩ 12:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কোনও কাজই সারাদিন ঠিকমতো হচ্ছে না। স্ট্রেসও বাড়ছে। দিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলেজ জীবনের প্রেম তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সব ধরনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
View Comments
Eata eakti mohot kaj.......
salute tumaka,proud feel korse BD president ke niea.
খুব ই ভালো লাগলো শুনে.