দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন আগামী ২৬ ডিসেম্বর থেকে দেশের দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে নামবে।
শুক্রবার সন্ধায় নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক এক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ মিডিয়াকে জানান আগামী ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরাপদ রাখতে মাঠে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনারবৃন্দ,সামরিক বাহিনীর প্রথম সারির কর্মকর্তারা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশের প্রধান বিরোধী দল বিএনপি মাঠে আন্দোলন করছে এবং টানা অবরোধের মত কর্মসূচী দিয়ে যাচ্ছে ফলে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ নিহত হচ্ছে একই সাথে বিরোধী জোটের সরিক দল জামাতে ইসলাম যুদ্ধ অপরাধের দায়ে তাদের নেতাদের বিচারের প্রতিবাদে সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে। এতে দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদে ভোট গ্রহণ অনেকটাই ঝুঁকি যুক্ত হয়ে যাবে বলেই অনেকে ভাবছে একই সাথে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়াতে সেনা বাহিনী মোতায়েন সম্ভবত জনগণের মাঝে সময়ের দাবী হয়ে দেখা দিয়েছে।