দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি এবার ইউনেস্কোর স্বীকৃতি পেলো। ইউনেস্কোর আওতাধীন ‘বিশ্বসভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা’য় স্থান পেয়েছে আমাদের এই জামদানি।
বাংলাদেশের জামদানির ইতিহাস বহু পুরনো। অতিতের সেই জামদানি এখন আবার বিশ্বসভায় নতুন আঙ্গিকে ফিরে আসছে। বাঙালির কৃষ্টি, কালচার ও অতিত ঐতিহ্য ফিরে আসায় এদেশের সৃষ্টিশীলদের মধ্যে আবার আশার সঞ্চার হয়েছে। ইতিহাস-ঐতিহ্যের পালা বদলের ক্রমধারা যেনো আবার পূনজ্জীবিত হচ্ছে। বাঙালিদের কখনও দমিয়ে রাখা যায় না সেই প্রমাণ মিললো আবারও।
আজারবাইজানের রাজধানী বাকুতে ইউনেস্কোর উদ্যোগে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক কমিটির অষ্টম সম্মেলনে জামদানিকে এ বিরল স্বীকৃতি প্রদান করা হয়। এ তথ্য দেওয়া হয়েছে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
জানা গেছে, ওই সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি তাদের প্রস্তাবসহ অংশগ্রহণ করে। ইউনেস্কো বিভিন্ন দেশের ৩১টি প্রস্তাব যাচাই-বাছাই করে সর্বোচ্চ মানসম্পন্ন ৭টি প্রস্তাবকে চূড়ান্তভাবে বিবেচনায় আনে। ৭টির মধ্যে বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প’ শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে এবং ইউনেস্কোর বিশ্বসভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ইউনেস্কোর এই প্রস্তাব পাশের মাধ্যমে এদেশের ঐতিহ্যবাহী জামদানি বিশ্ব দরবারে আবারও চলে আসলো।
উল্লেখ্য, বাংলাদেশের জামদানি শাড়ি সুদুর বৃটিশ শাসনামল থেকে এ দেশের ঐতিহ্য রক্ষা করে আসছে। আজও এর ধারাবাহিকতা রক্ষা হলো।
This post was last modified on ডিসেম্বর ২১, ২০১৩ 12:03 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…