দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুপিং কাশি ব্যাক্টেরিয়া জনিত শ্বাস তন্ত্রের একটি সংক্রামক ব্যাধি৷ সচরাসচর এই ধরনের রোগ প্রতিরোধে যে ভ্যাকসিন প্রদান করা হয় সেই ভ্যাকসিনের বিপরীতে ব্যাক্টেরিয়াও অভিযোজিত হতে চেষ্টা করে। আশংকার খবর হচ্ছে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে হুপিং কাশি যে ব্যাক্টেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয় সেই ব্যাক্টেরিয়া বিবর্ধিত হচ্ছে।
হুপিং কাশি খুবই ছোয়াচে৷ ছোট শিশুরাই সাধারণতঃ এ রোগে বেশি ভোগে৷ এই রোগ থেকে প্রতিরোধ পেতে শিশুদের ভ্যাকসিন টিকা হিসাবে প্রদান করা হয়। যাতে করে শিশুদের দেহে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। তবে নতুন গবেষণায় জানা গেছে, এইসব ব্যাক্টেরিয়াও প্রতিনিয়ত বিবর্ধিত হচ্ছে।
নতুন ব্যাক্টেরিয়াগুলো পুরাতন ব্যাক্টেরিয়া যারা হুপিং কাশি সংক্রামকের কারণ, তাদের চেয়ে কম ক্ষতিকর কিংবা অধিক ক্ষতিকর নয়। এখন পর্যন্ত ব্যবহৃত ভ্যাকসিনগুলোই হুপিং কাশি প্রতিরোধে যথেষ্ট ফলদায়ক।
২০১০ সালের পূর্বে হুপিং কাশি সংক্রমণের জন্য দায়ী ব্যাক্টেরিয়া মানবদেহে যেসব ইনফেকশন সৃষ্টি করেছে সেখানে পারটেক্টিন নামক প্রোটিন পাওয়া গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মানব দেহে নতুন ব্যাক্টেরিয়া কর্তৃক সৃষ্টি ইনফেকসনে ওই ধরনের প্রোটিন পাওয়া যাচ্ছে না। এটি অস্বাভাবিক এবং বিবর্ধিত টাইপ ঘটনাকেই নির্দেশ করে।
ভ্যাকসিনে যে তিন-চার প্রকার উপাদান আছে সেখানে পারটেক্টিন নামক প্রোটিন বিদ্যমান। যা মানুষের দেহে প্রবেশ করে হুপিং কাশির ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ফলশ্রুতিতে কোন ব্যাক্টেরিয়া দেহে প্রবেশ করলে তাকে দূর্বল করে ফেলে এবং দেহকে হুপিং কাশি থেকে রক্ষা করে।
কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে নতুন বিবর্ধিত ব্যাক্টেরিয়া সমূহ পারটেক্টিন উৎপন্ন করছে না। যদিও ভ্যাকসিনে থাকা অন্যান্য উপাদানসমূহ এখনও হুপিং কাশির সংক্রামক ব্যাক্টেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। এতদিন ধরে ব্যবহৃত ভ্যাকসিন কতদিন নাগাদ প্রতিরোধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে নতুন বিবর্ধিত ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে সেটা চিন্তার বিষয়। সুতরাং এখনি বিজ্ঞানীদের উচিত নতুন নতুন গবেষণা নতুন ভ্যাকসিন উদ্ভাবন করা এবং শিশুদেরকে এই ভয়ানক ব্যাধি থেকে রক্ষা করা।
তথ্যসূত্রঃ দিটেকজার্নাল
This post was last modified on ডিসেম্বর ২৮, ২০১৩ 4:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…