দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পদের সুষম বন্টনের জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে, মুসলিম আইনে পরিষ্কার ভাবে বলা আছে মৃত ব্যক্তির সম্পদ তাঁর উত্তরাধিকারীরা কে কিভাবে পাবেন। আজ দি ঢাকা টাইমসের এই প্রতিবেদন তৈরি করা হয়েছে মুসলিম আইন অনুযায়ী একজন মৃত ব্যক্তির উপর তাঁর উত্তরাধিকারীরা কে কতটা সম্পদের অধিকারী হবেন সে বিষয়ে।
একজন মুসলমান যদি মারা যায় তবে তাঁর সম্পদ বন্টনের আগে কিছু বিষয়ে তাঁর আত্মীয় স্বজনদের বিশেষ মনোযোগ রাখতে হয় এবং ঐ সব আনুষ্ঠানিকতা শেষ হলেই কেবল মৃত ব্যক্তির সম্পদ ভাগ বাটোয়ারা করা যাবে।
এবার চলুন জেনে নেয়া যাক একজন মুসলমানের মৃত্যুর পর তাঁর সম্পদ ভাগের আগে যা করনীয়ঃ
১) যদি মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকে তবে তাঁর সম্পদ থেকে তাঁর দাফন কাফনের ব্যবস্থা করা।
২) মৃত ব্যক্তির কোন প্রকারের ঋণ কিংবাদ ধার দেনা থাকলে তা ঐ ব্যক্তির সম্পদ থেকে পরিশোধ করার ব্যবস্থা করা।
৩) মৃত ব্যক্তির স্ত্রীর দেনমোহোর পরিশোধ হয়েছে কিনা দেখা যদি না হয়ে থাকে তা পরিশোধ করা।
৪) মৃত ব্যক্তি যদি কোন হেবা বা দান কিংবা অসিহত করে যান তবে উল্লেখিত সম্পত্তি দান করে দেয়া।
এবার যদি উপরের কাজ সমূহ করার পরে মৃত ব্যক্তির কোন সম্পদ অবশিষ্ট থাকে তবে অবশিষ্ট সম্পত্তি তাঁর উত্তরাধিকারীদের মাঝে বন্টন করতে হবে। তবে বন্টনের ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ আছে।
চলুন এবার জেনে নেয়া যাক মৃত ব্যক্তির সম্পদের উপর তাঁর উত্তরাধিকারীরা কে কি পরিমাণ পাবেনঃ
স্বামীঃ স্বামী দুই ভাবে স্ত্রীর উপরে সম্পত্তি পাবে,
স্ত্রীঃ মৃত ব্যক্তির স্ত্রী স্বামীর সম্পত্তি দুইভাবে পাবেন-
পুত্রঃ ছেলেরা মৃতের উপরে সকল ক্ষেত্রেই সম্পদ পেয়ে থাকে, মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ ছেলে এবং মেয়ে পাবে। তবে এই ক্ষেত্রে ছেলে সম্পদে যে পরিমাণ অংশ পায় মেয়েরা সম্পদের উপরে ছেলের অর্ধেক পরিমাণ পাবে। যদি মেয়ে না থাকে তবে বাকী সম্পূর্ণ অংশ ছেলে পাবে।
মেয়েঃ মুসলিম সম্পত্তি আইন অনুযায়ী একজন মেয়ে ৩ নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে।
বাবাঃ মৃত ব্যক্তির সম্পদের উপর তাঁর বাবা ৩ প্রকারে সম্পদ পাবেন,
মাতাঃ মৃত ব্যক্তির মা তিন ভাবে সম্পদ পাবেন
এবার চলুন মুসলিম আইনের কিছু সাধারণ বিষয় জেনে নেয়া যাকঃ
অনেকেই ভাবেন পিতার সম্পদে সন্তানকে বঞ্চিত করতে ত্যাজ্য করা যায় অর্থাৎ ত্যাজ্য করলে সন্তান সম্পদ থেকে বঞ্চিত হবে, কিন্তু বিষয়টি ঠিক নয় কেউ চাইলে কাউকে সম্পদ থেকে বঞ্চিত করতে ত্যাজ্য করতে পারবেনা।
অনেক ক্ষেত্রে সৎ ছেলে মেয়ের বিষয়টি আসে, কিন্তু ইসলামে পরিষ্কার বলা আছে সৎ ছেলে মেয়ে কখনোই সৎ বাবা মায়ের সম্পদের অংশীদার হবেনা একই সাথে সৎ বাবা মাও সৎ ছেলে মেয়ের সম্পদের অংশীদার হবেনা।
ইসলামিক সরিয়া আইনে বলা আছে যদি পিতা বেঁচে থাকতে কোন বিবাহিত সন্তান স্ত্রী এবং সন্তান রেখে মারা যায় তবে ঐ পিতার মৃত্যুর পর পিতার বর্তমানে মৃত সন্তান কোন সম্পদ পাবেনা, কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে উত্তরাধিকার সংক্রান- বিধান সংশোধন করে মৃত ব্যক্তির সম্পদে বিবাহিত মৃত পুত্রের ওয়ারিশরা অংশ পাবে এই বিধান সংযুক্ত করা হয়।
বিদ্রঃ প্রিয় পাঠক এই বিষয়ে আপনার যেকোনো প্রকারের আইনি জিজ্ঞাসা জানার থাকলে মন্তব্যে জানান।
This post was last modified on জুলাই ২১, ২০১৪ 9:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
View Comments
আমার চাচা ১৯৮৮ সালে নিখোজ হন তার আর কোন হদিস মেলেনি তার রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে । আইন অনুসারে তাকে কত দিন পর মৃত বিবেচনা করা যাবে?
আমার চাচা মারা গেছে,আমার চাচার দুইটি মেয়ে আছে কোন পুত্র সন্তান নাই,স্ত্রী জীবিত আছে, এখন আমার চাচার সম্পতির উপর, ভাইয়েরা,ভাইয়ের ছেলেরা কি পরিমান পাবে,,,জমি ২৭ শতক
বাবা মারা গেছে ছেলের অংশিদার বলতে মা, ফুফু ও কাকাতো ভাইয়ের আছে এথন কে কত টুকো পাবে।
কোন মহিলার যদি বাবা মা স্বামী সন্তান না থাকে, শুধু ভাই বোন থাকে,তা হলে তার মৃত্যুর পর সম্পত্তির বন্টন কি ভাবে হবে।
যদি ছেলে থাকে তাহলে মেয়েকে কেনো বাবার ঋিন দিতে হবে, যদি দিয়ে থাকে তাহলে এই ঋিনের টাকা ছেলেকে দিবেনা কেনো
আমার এক ফ্রেন্ড রা ৩ বোন। ওর বাবা সব সম্পত্তি নিজের নামে করা।যদি ওর বাবা মারা যায় তবে তাদের সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে??? জানাটা ওনেক দরকার
আমার সদ্য প্রয়াত চাচা বিয়ে করেননি । তাঁর পিতা-মাতাও বেঁচে নেই । তাঁর কোন পালক সন্তানও নেই । তাঁর নিকটাক্তীয়দের মধ্যে দুই ভাই ও এক বোন বেঁচে আছেন । আর তাঁর অপর এক ভাই ও এক বোন আগেই মারা গিয়েছেন । তাঁর সম্পত্তি তাহলে ইসলামিক নিয়মে কিভাবে বণ্টন হবে ?
মায়ের সম্পতি ছেলে এবং মেয়ে কিভাভে পাবে???
আমার চাচার ২ মেয়ে ।ছেলে নাই । আমরা দুই ভাই । তাহলে কিভাবে সম্পদের ভাগাভাগি হবে।
আমার কাকার ২ মেয়ে ।ছেলে নাই । আমরা দুই ভাই । তাহলে কিভাবে সম্পদের ভাগাভাগি হবে।