দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ত্বকের ফেসিয়াল বা পরিচর্যার জন্য আপনাকে প্রতিদিন বিউটি পারলারে যাওয়ার কোন দরকার নেই। ঘরে বসেই ত্বকের ফেসিয়াল ও পরিচর্যা করুন। কিভাবে করবেন এই ফেসিয়াল সেটি জেনে নেওয়া যাক।
ত্বকের সমস্যা ছেলে-মেয়ে উভয়েরই হয়ে থাকে। শুধুযে মেয়েরা ত্বকের পরিচর্যা করবে তা নয়। ছেলেদেরও ত্বকের পরিচর্যার প্রয়োজন রয়েছে। তাই আজকের এই পরিচর্যা পদ্ধতি পুরুষ ও মহিলা উভয়ই সমভাবে করতে পারেন।
স্বাভাবিক ত্বকে খুব একটা সমস্যা থাকেনা। তাই বলে অবহেলাও করা উচিত নয়। নইলে প্রচণ্ড সমস্যাযুক্ত ত্বকে পরিণত হতে পারে। তাই প্রতিদিন ভূষিসহ আটার পেস্ট বানিয়ে মুখ পরিষ্কার করতে হবে।
দিনে অন্তত ২/৩ বার পানির ঝাপটা দিয়ে মুখ ধুতে হবে। সপ্তাহে কম করে হলেও ২/৩ দিন ফেস প্যাক লাগাবেন। ডিমের কুসুম ও অলিভ অয়েলের প্যাকও লাগাতে পারেন। ২০/২২ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
পাকা পেঁপে থেতো করে মুখের নিচ থেকে উপরে সব জায়গায় লাগাবেন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ত্বকে নানা সমস্যা সৃষ্টি করলেও ভবিষ্যতের জন্য এই ত্বক ভালো। বেশি বয়সে সব ধরনের ত্বকে যখন তার ছাপ ফুটে ওঠে তখন অতিরিক্ত তেল নিস্মরণের কারণে তা সতেজ থাকে। এমনকি বলি রেখাও সহজে চোখে পড়ে না। তৈলাক্ত ত্বক যত বেশি ধোয়া যায়, ততই ভালো থাকে। গরমে তৈলাক্ত ত্বকে বেশি তেল বের হয়। সেসময় বার বার মুখ ধুতে হয়। তবে শীতকালে এ ধরণের ত্বকের সমস্যা কম থাকে। ত্বক পরিষ্কার করবার জন্য বেসন ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য মটর ডালের বেসন ভালো। তৈলাক্ত ত্বকের ব্রণের প্রকোপ বেড়ে যায়।
মুখে ভাব নেবার সময় ফুটন্ত পানিতে তুলসি পাতা ফেলে নিতে পারেন এবং ভাব নেবার পর মুখে ঠাণ্ডা পানির ঝাপটা নেবেন। সপ্তাহে অন্তত ৩ দিন মুখে মাস্ক লাগাতে হবে। (মাস্ক, শুষ্ক ত্বকের পরিচর্যা ও প্যাক কিভাবে করবেন সে বিষয়ে পরবর্তী টিপস্-এ দেওয়া হবে)।
This post was last modified on জুলাই ১০, ২০২৪ 10:37 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…