দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোটরসাইকেলে চালক ছাড়া কোন আরোহী নেওয়া যাবে না, অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। গতকাল শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গতকাল প্রদত্ত বিআরটিএ ওই বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মোটরসাইকেলে চালকের সাথে অন্য আরোহী চড়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড (পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি) চালিয়ে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে।’
বিআটিএ তার বিজ্ঞপ্তিতে আরও বলেছে, ‘তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধকল্পে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-৮৮ অনুসরণ করে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’ পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে হাতবোমা নিক্ষেপের ঘটনায় মোটরসাইকেল ব্যবহার হতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে বাংলামোটরে মোটরসাইকেল থেকে বাসে ছোড়া পেট্রোল বোমায় পুলিশ সদস্য নিহত হয়।
উল্লেখ্য, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা অবশ্য বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
This post was last modified on ডিসেম্বর ২৯, ২০১৩ 10:54 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
View Comments
aro ki ki baki roilo