দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ থ্রিডি প্রযুক্তি এসেছে বেশিদিন হয়নি এরই মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে থ্রিডি প্রিন্টার, নাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থ্রিডি প্রিন্টার ব্যবহার করছে বিভিন্ন কাজে, এবার বার্সেলোনার প্রতিষ্ঠান Natural Machines তৈরি করল Foodini নামক থ্রিডি প্রিন্টার যা সত্যি সত্যি প্রিন্ট করে খাবার তৈরি করতে সক্ষম।
থ্রিডি প্রিন্টারে দেয়া ডিজাইন দিয়ে এবং এতে থাকা কাঁচামালের সাহায্যে এটি ত্রিমাতৃক আকৃতির বস্তু তৈরি করতে পারে। থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হলেও খাবার এখনো তৈরি করা হয়নি।
স্পেনের বার্সেলোনার এক কোম্পানি Natural Machines এমন এক থ্রিডি প্রিন্টার তৈরি করল যা ত্রিমাতৃক খাবার প্রিন্ট করতে সক্ষম! এর নাম দেয়া হয়েছে Foodini। Foodini দিয়ে বার্গার, স্যান্ডউইচ, রুটির মত করে বিভিন্ন আকৃতির খাবার, কেক সহ অনেক কিছুই!
খাবার তৈরির জন্য Foodini তে রয়েছে ৫ টি আলাদা আলাদা ক্যাপসুল এসব ক্যাপসুল নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের সাহায্যে, এসব ক্যাপসুলে খাবার তৈরির জন্য দেয়া হয় প্রয়োজনীয় উপাদান। কম্পিউটারের নির্দেশ মত এসব ক্যাপসুল থেকে প্রয়োজনীয় পরিমাণ খাবারে থ্রিডি প্রিন্টিং হয়ে থাকে এবং সব শেষে একটি সুন্দর খাবার তৈরি হয়ে যায়।
উদ্ভাবকদের একজন Lynette Kucsma বলেন, “Foodini এমন একটি থ্রিডি প্রিন্টার যার সাহায্যে মানুষ আবার নিজের ঘরে রান্না করে খাবার তৈরির বিষয়ে চিন্তা করবে, কারণ Foodini দিয়ে খুব সহজেই ঘরে যেকোনো খাবার তৈরি করা সম্ভব, বর্তমানে মানুষ হোটেল রেস্ট্রুরেন্ট মুখী হয়ে যাচ্ছে খুব ফলে ঘরে খাবার তৈরির কথা তাঁরা ভুলেই গেছে প্রায়, কিন্তু Foodini খুব অল্প সময়েই আপনাকে খাবার তৈরি করে দিতে সক্ষম!
তিনি আরও বলেন, আমার সন্তানরা অনেক ছোট, তাঁরা সাধারণ খাবার খেতে অনিহা দেখায় ফলে আমি বাসায় Foodini নিয়ে এসেছি এতে বিভিন্ন মজার আকৃতির খাবার তৈরি করে দিলে তাঁরা তা আগ্রহ নিয়েই খাচ্ছে!
ভিডিওঃ
উৎপাদক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Foodini থ্রিডি প্রিন্টার বাজারে আসবে ২০১৪ সালের মাঝ দিকে এবং এর মূল্য হবে ৮৩৫ ডলার থেকে ১,৩০০ ডলার।
সূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on জানুয়ারী ৪, ২০১৫ 11:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…