Categories: মতামত

অবরোধ দিয়ে শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন: ২০১৩ ছিল রাজনৈতিক প্রতিহিংসার বছর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ নতুন বছর ২০১৪ সালের প্রথম দিন। বছরের প্রথম দিনেই শুরু হয়েছে বিরোধী দলের অবরোধ। মিষ্টিমুখ করে বছরের শুরু হওয়ার কথা থাকলেও ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা।

ঘটনাবহুল ২০১৩ সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ২০১৩ সাল ছিল আসলে রাজনৈতিক এক প্রতিহিংসার বছর। পুরো বছরটি গেছে রাজনৈতিক হানাহানি আর নৈরাজ্যের এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করে। যে রাজনীতি বায়ান্নর ভাষা আন্দোলনের মতো স্বার্থক এক পথ দেখিয়েছিল। যে রাজনীতি উনসত্তরের গণ আন্দোলন দেখিয়েছে। যে রাজনীতি ১৯৭১ সালে আমাদের একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র দিয়েছে। নব্বুইয়ের গণঅভূত্থ্যানসহ আরো কত সরল পথের দিশা দিয়েছে যে রাজনীতি সেই রাজনীতি আজ আমাদের কাছে অর্থাৎ এদেশের গণ মানুষের কাছে গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ক্ষমতা পাকাপোক্ত করা আর ক্ষমতায় যাওয়া এই দুটি লক্ষ্যই এখন রাজনীতির প্রধান নীতি হয়ে পড়েছে। যে কারণে মানুষ আজ রাজনীতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন।

২০১৩ সাল ছিল রাজনৈতিক প্রতিহিংসার বছর

২০১৩ সালটি পার হয়েছে এক স্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যদিয়ে। ২০১৩ সাল ছিল রাজনৈতিক প্রতিহিংসার বছর। বছরের শুরুতে ফেব্রুয়ারিতে কাদের মোল্লার রায় সন্তোষজনক না হওয়ায় শুরু হয় শাহবাগে এক গণ আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে শাহবাগ এক স্বাক্ষী হিসেবে পরিগণিত হয়।

Related Post

এরপর সাভার ট্রাজেডি বাংলাদেশের মানুষকে দেখায় আরেক লোমহর্ষক ঘটনা। সাভারের ভবন ধ্বসের ঘটনা এদেশের মানুষসহ বিশ্ববাসীকে চরমভাবে নাড়া দেয়। হাজার হাজার মানুষ এমন একটি ঘটনায় নিহত ও বহু আহত হন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিও ইতিহাসের আরেকটি অধ্যায়ে পরিণত হয়েছে।

আরেক অধ্যায় সৃষ্টি করে হেফাজতে ইসলাম। ৬ এপ্রিল হঠাৎ করেই ঘূর্ণিঝড়ের মতো আবির্ভাব ঘটে হেফাজতে ইসলামের। বাংলাদেশের রাজনীতিতে এই হেফাজত এক নজির স্থাপন করেন। বৃহত্তম সমাবেশ করে রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে। তবে চরমতম এক কলঙ্কজনক ইতিহাসও সৃষ্টি হয় সেদিন। ৫ মে’র হেফাজতের মহাসমাবেশকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় যে তাণ্ডব হয়েছিল। যেভাবে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছিল তা বোধহয় বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। এক সশস্ত্র অভিযানের মাধ্যমে সেদিনের সেই মহাসমাবেশ শেষ পর্যন্ত পণ্ড হয়। পক্ষে-বিপক্ষে মতামত যায়ই থাকুন না কেনো অন্তত সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা কেওই গ্রহণ করতে পারি না।

বাংলাদেমের ইতিহাসে ২০১৩ সালের আরেকটি বড় ঘটনা ছিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যারা এদেশের মানুষের বিপক্ষে গিয়ে দমন-পিড়নে শরীক হয়েছিলেন তাদের বিচার শুরু এবং অন্তত এক জনের ফাঁসি কার্যকরের ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা।

তবে সবচেয়ে বেশি বাংলাদেশের জনগণকে নাড়া দিচ্ছে গণ আন্দোলন এবং দেশ অচলের বিষয়টি। গাড়িতে সাধারণ মানুষকে পেট্রোল বোমার মাধ্যমে পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে গতবছর। একের পর এক এমন ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। বড় দুটি দলের মত-বিরোধের কারণে সাধারণ মানুষকে এর চরমতম মূল্য দিতে হচ্ছে। তাই এক কথায় বলতে গেলে ২০১৩ সাল বাংলাদেশের জনগণের জন্য এক কাল অধ্যায়ের বছর বটে। দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে। আবার আজকে নতুন বছরে নতুন দিনেও শুরু হয়েছে অবরোধ। আমরা কেওই জানিনা এর শেষ কোথায়। ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচন। কিন্তু এমন একটি নির্বাচন কি এদেশের জনগণ চেয়েছিল? কি হবে নির্বাচনের পর? আবারও কি সেই একই সহিংসতার মুখোমুখি হতে হবে এদেশের জনগণকে? এমন হাজারো প্রশ্নের মধ্যদিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৪ সাল। তবুও আমরা আশাবাদি হবো। নতুন বছরে রাজনৈতিক সকল হিংসা-বিদ্বেষ বিলীন হয়ে নতুন শান্তির সূর্য্য উদীত হবে বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে- সেই প্রতাশ্যা আমাদের সকলের।

This post was last modified on জানুয়ারী ১, ২০১৪ 10:42 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে

অস্ট্রেলিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…

% দিন আগে