দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৮ দলের ডাকা লাগাতার অবরোধ গত দুই দিন নিরুত্তাপ হলেও গতকাল ২ জন নিহত ও আজ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। অপরদিকে বিভিন্ন নির্বাচনী সভায় হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
নিহতরা হলেন- ট্রাকের মালিক শাহনেওয়াজ মণ্ডল (৩০) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী মো. আদিলুর রহমান (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ইউসুফ আলী, সহকারী শাহজাহান ও অপর শ্রমিক সুমন। ট্রাকটি হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ নিয়ে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর যাচ্ছিল।
হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি হাকিমপুর উপজেলার ইটাই বাওনা নামক স্থানে পৌঁছালে সরাসরি ট্রাকচালককে লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে ট্রাকে আগুন ধরে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী স্থানে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ইউসুফ আলী, শাহজাহান ও শ্রমিক সুমনের শরীরে আগুন লাগলেও তারা ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু কেবিনে থাকা ট্রাকের মালিক ও পেঁয়াজ ব্যবসায়ী এ দুজনই ট্রাক থেকে বের হতে পারেননি। আগুনে পুড়ে মারা যান।
এদিকে আজ রাজধানীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছেন ৩ জন যাত্রী। রাজধানীর রমনা থানার পরীবাগে যাত্রীবাহী একটি বাসে আজ শুক্রবার সকালে পেট্রলবোমা হামলার ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে এই ঘটনা ঘটে। বাসের সামনের দিকে এই পেট্রোল বোমা নিক্ষেপ করলে চালক ও মহিলা যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
This post was last modified on জানুয়ারী ৩, ২০১৪ 11:25 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…