দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা বিশ্ব এবং বন্ধুরা যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাতে বেস্ত ঠিক সেই সময়ে কাউকে না জানিয়ে নিউ ইয়র্কের Central Park হ্রিদে ঝাঁপ দিয়ে আত্ম হত্যা করেছেন বাংলাদেশি মেধাবী ছাত্র অরণ্য হক(২২)!
অরণ্য হক ২২ বছর বয়স্ক এবং তিনি আমেরিকার ইন্ডিয়ানা কলেজের ছাত্র ছিলেন, তিনি ডিসেম্বরের ৩০ তারিখ কলেজের ছুটিতে জামাইকা, কুইন্সে বেড়াতে আসেন। কিন্তু এই দিনে তাকে তার বন্ধুরা এবং আত্মীয় স্বজন সবাই শেষ দেখতে পেয়েছিল দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে। এর পরে তিনি সারা রাত আর ঘরে ফিরেননি।
পর দিন স্থানীয় পুলিশ হ্রিদের পাড়ে অরণ্য হকের টাকার ব্যাগ, মোবাইল ফোন এবং বেশ কিছু কাগজ খুঁজে পান। এর পর পরেই Central Park হ্রিদে অরণ্য হকের সন্ধানে চিরনি অভিযান চালানো হয়। অবশেষে ১ তারিখ অরণ্য হকের মৃতদেহ উদ্ধার করা হয় হ্রিদের পানি থেকে। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে এটা আত্মহত্যা হতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, তাঁরা হ্রিদের পাড়ে অরণ্য হকের রেখে যাওয়া চিঠি পড়ে জানতে পারেন, অরণ্য হক আত্মহত্যা করেছেন, তিনি চিঠিতে লিখে যান তার মৃত দেহ পাওয়ার পর যেন তা তার পরিবারের কাছে হস্তান্তর করে দেয়া হয়, সেখানে তিনি তার পরিবারের ফোন নাম্বারো লিখে দিয়ে যান।
এদিকে অরণ্য হকের চাচা রোশান চৌধুরী (৫৪) মিডিয়াকে জানিয়েছেন তিনি অরণ্যের কোন রকম হতাশার বিষয়ে জানতেন না, শেষ বার কথা হওয়ার সময় অরণ্য হক তাকে জানিয়েছিলেন সে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছে এবং একটি ভালো চাকরি খুজছে।
Raoshan Chowdhury আরও বলেন অরণ্য অনেক ভদ্র, বিনয়ী একজন ছেলে, তবে সে অনেক মজা করতে পছন্দ করতো, কখনো কারোর সাথে যে বিবাদে যেতে পছন্দ করতনা। অরণ্য হক পড়াশুনার উদ্দেশ্য নিয়ে আমেরিকায় এসেছে ৪ বছর আগে।
এদিকে অরণ্য হকের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান Gregory Hess এক বিবৃতিতে জানিয়েছেন, অরণ্যের এভাবে চলে যাওয়া সত্যি দুঃখজনক, সে অত্যন্ত অমায়িক এবং বিনয়ী একজন মানুষ ছিল।
সূত্রঃ দি ডেইলি মেইল
ধন্যবাদান্তেঃ অরণ্য হকের জন্য খোলা ফেসবুক গ্রুপ