দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতাল বন্ধে সংসদে প্রস্তাব আনতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ এমন কথায় তিনি বলেছেন ব্যবসায়ীদের।
দেশের রাজনৈতিক হানাহানির ফলশ্রুতিতে দেশের অর্থনীতির করুণ অবস্থা। এই হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে। আর তাই হরতাল বন্ধে সংসদে প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এমন আভাস দিয়ে তিনি বলেন, ‘হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে। যেই করুক এটা সহিংস হয়। এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটা বন্ধে আমি সংসদে প্রস্তাব দিতে রাজি আছি।’ খবর সংবাদ মাধ্যমের।
আজ বুধবার সকালে সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও মনে করেন, ‘পাশাপাশি জামায়াতে ইসলামীকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করা উচিত।’ তিনি আরও বলেন, জামায়াত একটি সন্ত্রাসী দল এর প্রমাণ হচ্ছে- সিলেটে দুজন জামায়াত নেতা ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আক্রমণ হয়েছে।’
অবরোধের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অবরোধ মারাত্মক। আমাদের দুর্ভাগ্য অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা আমরা নিজেরাই তৈরি করে রেখেছি। বিদেশী কোনো ভীতি নেই। বিরোধী দল বুঝতেই চাচ্ছে না। খালেদা জিয়া তো মানবেনই না। কিন্তু তার সঙ্গে তো সাঙ্গপাঙ্গরা আছেন। তারা তো নির্বোধ না। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও আছেন। তাদের নিজেদের স্বার্থ বোঝা উচিত।’
মাননীয় অর্থমন্ত্রীর এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, নতুন সংসদে এসে তিনি হরতালের বিরুদ্ধে কিছু একটা করবেন।
This post was last modified on জানুয়ারী ৮, ২০১৪ 3:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…