Categories: সাধারণ

এরশাদও শপথ নিচ্ছেন: এরশাদের নির্দেশেই সব করছি- রওশন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, যা করছি এরশাদের নির্দেশেই করছি। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


সংবাদ সম্মেলনে রওশন দলের সব কাজে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সায় আছে বলে উল্লেখ করেন । তিনি বলেন, ‘আমি যা কিছু করছি তা পার্টির চেয়ারম্যান এরশাদের নির্দেশেই করছি। জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এরশাদ শপথ নেবেন। অবশ্য এ সময় তিনি নিজে সংসদের বিরোধীদলীয় নেতা হবেন বলে জানান।’ এর কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু এরশাদ একজন সাবেক রাষ্ট্রপতি। তাই তিনি বিরোধী দলের নেতা হওয়াটা মানায় না এমন কথা উল্লেখ করেন রওশন এরশাদ। রওশন বলেন, এরশাদও আজ শপথ নিচ্ছেন।

গতকাল বুধবার তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। পরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘আমরা একটি সমস্যাবহুল দুর্যোগের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি। এবারই প্রথম নয়, এর আগে তিনবার সংসদ সদস্য হয়েছি। জাতীয় পার্টি অনেক পুরনো দল। আমি পার্টির মুখপাত্র না, তাই কথা বলতে চাইনি।’ এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি আছেন। অসুস্থ থাকায় সিএমএইচে আছেন। বর্তমানে কিছুটা সুস্থ। কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন। আমাদের সব কাজে উপদেশ-উৎসাহ-নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, তার নির্দেশেই সব হচ্ছে। এরশাদ তাকে বলেছেন, ‘আমি রাষ্ট্রপতি ছিলাম, এখন বিরোধীদলীয় নেতা হতে পারি না। তুমিই বিরোধীদলীয় নেতা হও। তোমার জন্য আমার দোয়া ও সমর্থন আছে’ বলে রওশন সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, মজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।

Related Post

This post was last modified on জানুয়ারী ৯, ২০১৪ 10:53 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হামাসকে সাত দিনের সময় দিলো ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মাত্র সাত…

% দিন আগে

আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু নয়: মরুভূমিতে খুঁজতে হবে এক সাহেবী কেতার ল্যাম্পশড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ছবিটি একটু ভিন্ন ধরনের এই ছবির ভিতরে লুকিয়ে চুরিয়ে…

% দিন আগে

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে