নিরাপত্তার আশঙ্কা উড়িয়ে দিয়ে ২৭ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা দল

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশের ক্রিকেটের পরিবেশ নেই বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শত পানি ঘোলা করার পরেও অবশেষে শ্রীলংকা ক্রিকেট দল বাংলাদেশের সাথেই আছে এবং তারা আইসিসি সভায় জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর নির্ধারিত সময়েই হচ্ছে।


বৃহস্পতিবার দুবাইতে আইসিসির এক বিশেষ সভা শেষে, শ্রীলংকা বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে তারা দুটো টেস্ট, দুটো টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আসছেন এবং সফর শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকেই।

সভায় শ্রীলংকা বোর্ডের সভাপতি জয়ান্থা ধর্মদাসা বাংলাদেশ সফর নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন, তিনি বলেন এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা অবস্থার বিষয়ে আমরা সন্তুষ্ট একই সাথে আমরা বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা বিবরণ দেখেও সন্তুষ্ট আমরা মনে করি বাংলাদেশে এখন ক্রিকেট খেলার পরিবেশ রয়েছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক খেলোয়াড়দের নিরাপত্তা দিতে সমর্থ।

এদিকে আইসিসি সভা শুরু হওয়ার আগে বাংলাদেশ এবং শ্রীলংকা বোর্ডের কর্তা ব্যক্তিদের মাঝে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়, সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এবং শ্রীলংকা বোর্ড সভাপতি জয়ান্থা ধর্মদাসা অংশ নেন।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আইসিসি বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে মিডিয়াকে জানান শ্রীলংকা দল বাংলাদেশে আসছে, তবে ১৩ জানুয়ারি শ্রীলংকা বোর্ডের পক্ষ থেকে দুইজন বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষক বাংলাদেশ সফর করবেন তারা শ্রীলংকা দলের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখবেন।

Related Post

জালাল ইউসুফ আরও বলেন, আইসিসি টি২০ বিশ্বকাপ ও বাংলাদেশেই হচ্ছে সব দল এখানে অংশ নেবে একই সাথে এশিয়া কাপ ও বাংলাদেশেই ঠিক সময়েই হচ্ছে, পাকিস্তান আইসিসি সভায় জানিয়েছে তারা অংশ নেবে দুটি টুর্নামেন্টেই তবে তাদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য বিশ্ব ক্রিকেট অঙ্গনে গত কিছু দিন ধরে যে দেশে নিরাপত্তার জন্য পৃথিবীর কোন দেশ সফর করেনা সে দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ ফলাও করে বাংলাদেশে ক্রিকেটের পরিবেশ নেই এবং খেলোয়াড়দের নিরাপত্তা বিগ্নিত হতে পারে বলে প্রচার চালিয়ে আসছে একই সাথে তারা আইসিসি বরাবর এশিয়া কাপ সহ বিশ্ব টি২০ কাপ বাংলাদেশ থেকে অন্যত্র সরিয়ে নিতে আবেদনও করে।

সূত্রঃ Espncricinfo

This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:56 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

চকোলেট খেলেই অ্যালার্জি! কোন কোন উপসর্গ দেখা দেয়?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চকোলেট থেকেও কী অ্যালার্জি হতে পারে? শুনলে সত্যিই অবাক লাগে।…

% দিন আগে

কী কারণে কোটি কোটি জিমেইল বন্ধ করার সিদ্ধান্ত নিলো গুগল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিমেইল বর্তমান বিশ্বে জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেটি…

% দিন আগে

হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে এর পিছনে কী ডায়েটের কোনও ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলো। এই বিষয়ে পুষ্টিবিদরা…

% দিন আগে

ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ এর এক গানে ২০০ নৃত্যশিল্পী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে…

% দিন আগে

আবারও ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও…

% দিন আগে

কর্মহীন পুত্রের অত্যাচারে বাধ্য হয়ে ৫৫ বছর বয়সী বৃদ্ধা টোটোর হ্যান্ডল ধরলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৃদ্ধার পুত্র কর্মহীন। টাকার জন্য সব সময় অশান্তি করে, মারধরও…

% দিন আগে