দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফটোশপ হচ্ছে বর্তমানে সব চেয়ে জনপ্রিয় সফটওয়্যার যার মাধ্যমে ছবি এডিট কিংবা এর পরিবর্তন করা হয়ে থাকে। ফটোশপ সাধারণত ছবি ধারন করা পুরোনো ছবিকে পরিবর্তন পরিবর্ধন করে। এবার MIT গবেষকরা চেহারাকে আরও স্মরণীয় করে তুলতে ফটোশপ থেকে উন্নত নতুন সফটওয়্যার তৈরি করেছেন বলে জানিয়েছেন।
MIT গবেষকরা যদিও এখনো তাদের নতুন এই সফটওয়্যারের নাম মিডিয়াকে জানাননি। তবে MIT গবেষকরা তাদের এই সফটওয়্যারের মাধ্যমে মানুষের মুখের অভিব্যক্তির আমুল পরিবর্তন করে দেখিয়েছেন। MIT গবেষকদের তৈরি করা এই সফটওয়্যার কোন রকম বিকটতা পরিহার করেই যেকোনো ছবিতে সুন্দর পরিবর্তন আনতে সক্ষম। নতুন সফটওয়্যারটিতে বিশেষ করে cheekbones, eyebrows, হাসি, চুল ইত্যাদি পরিবর্তন করার ব্যবস্থা আছে।
MIT গবেষকরা জনিয়েছে তাদের তৈরি করা এই সফটওয়্যার সাধারণত অ্যাপ হিসেবে কাজ করবে স্মার্টফোন কিংবা কম্পিউটারে। যে কেউ তার নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন Instagram, Twitter or Facebook আপলোড করার আগে নিজের ইচ্ছে মত এতে পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়া চাকরির জন্য আবেদন করার ফর্মেও ছবি সংযুক্তি করার ক্ষেত্রে ছবিতে দেয়া যাবে আরও আকর্ষণী স্মার্টলুক। এর ব্যবহারও অনেক সহজ ফলে সাধারণ ব্যবহারকারীরাও খুব সহজেই নিজের ছবি এডিট করে নিতে সক্ষম হবেন।
MIT গবেষণা দলের একজন Aditya Khosla বলেন, “আমাদের তৈরি এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবিকে আরও স্মরণীয় করে তুলতে পারবেন। আমরা অন্যান্য সফটওয়্যারের মত এমন কোন সফটওয়্যার বানাইনি যা আপনার চেহারাকে আপনার নিজের সাথে অপরিচত করে দেবে। আমাদের তৈরি সফটওয়্যার আপনার নিজের ছবিকে আপনার আদলেই পরিবর্তন করে সেখানে আপনারই সুন্দর লুক দিবে।”
সফটওয়্যারটির পরীক্ষার দিন গবেষকরা প্রায় ৫০০ জন মানুষের ছবি এতে এডিট করেন এবং তাতে স্মরণীয় করে তুলার চেষ্টা করেন। পরবর্তীতে এসব ছবি পরীক্ষা করে দেখা গেছে এদের মাঝে ৭৫ শতাংশ ছবিকেই আগের চেয়ে স্মরণীয় ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।
গবেষকরা এখন এই সফটওয়্যারকে আরও আধুনিক করে তৈরি করার চেষ্টা করছেন। এমআইটি এর গবেষকরা চাইছেন এই সফটওয়্যারটিকে আরও উন্নত করতে। যাতে করে এটি মানুষের চেহারার বাস্তবতা পরিবর্তন না করেই তাতে আরও সুন্দর অভিব্যক্তি সংযুক্ত করতে পারে।
ধন্যবাদান্তেঃ দি টেক জার্নাল
This post was last modified on মে ২৩, ২০১৫ 10:57 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…