দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সহিংসতা ছাড়ায় নির্বাচন হয়ে গেলো স্থগিত ৭ আসনে। বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ৩, জাতীয় পার্টি ১, স্বতন্ত্র পেয়েছে ২ ও তরিকত ফেডারেশন পেয়েছে ১টি আসন।
গতকাল অনুষ্ঠিত হয দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত ৭ আসনের নির্বাচন। এরমধ্যে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ইউনূস আলী, দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, লক্ষ্মীপুর-১ আসনে তরীকত ফেডারেশনের এম এ আউয়াল (নৌকা প্রতীক নিয়ে), বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ আলতাফ হোসেন (লাঙ্গল), যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য (কলস) ও গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন এগুলো বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে।
গোলযোগের কারণে স্থগিত থাকা ৫ জেলার ৭টি সংসদীয় আসনের ৩৯০টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। তবে ভোটারের উপস্থিতি ও উদ্দীপনা ছিল অনেক কম। ইতিমধ্যেই সরকার গঠন হয়ে যাওয়া এবং তীব্র শীত ও কুয়াশার কারণে ভোটারদের মাঝে আগ্রহ কম ছিল বলে স্থানীয়রা জানান। তবে ৫ জানুয়ারির নির্বাচনের মতো কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। গতকাল পুনঃভোটের এসব আসনে ৫০ শতাংশের ওপর ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন।
সর্বমোট ফলাফল
গতকাল ৭ আসনে নির্বাচনের বেসরকারি ফলাফলের পর সর্বশেষ হিসাব অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ঘোষিত চূড়ান্ত ফলাফলে- আওয়ামী লীগ ২৩৫, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি (মঞ্জু) ১, তরীকত ফেডারেশন ২, বিএনএফ ১ ও স্বতন্ত্র প্রার্থীরা ১৫টি আসন পেয়েছেন।
উল্লেখ্য, বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থীও রয়েছেন। যেগুলোর বেশির ভাগই পরে আওয়ামীলীগের মধ্যেই চলে আসবে।
This post was last modified on জানুয়ারী ১৭, ২০১৪ 2:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…