Categories: বিনোদন

এক ফটোগ্রাফারের ডিজিটাল প্রক্রিয়ায় স্মৃতি বিজড়িত শিশুকালে ফিরে যাওয়া ছবি দেখে নিন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নিজের শিশুকাল কিংবা কৈশোরে কে না ফিরে যেতে চায়। জাপানিজ ফটোগ্রাফার চিনো অসুকা তাঁর শিশুকালে ফিরে গেলেন ভিন্ন পদ্ধতি। শিশু বয়সের ছবিগুলোতে বর্তমানের ছবি ঢুকিয়ে সেই স্মৃতিকেই যেন ধরে রাখলেন তিনি। আসুন তাঁর সেই শিশুকাল স্মৃতি বিজড়িত ছবিগুলো দেখে নিই।


ফটোগ্রাফার এত নিখুঁত ভাবে কাজটি করেছেন যেখানে আলো – ছায়ার কাজ, এমনকি প্রতিটা ছবির কালার একই রয়েছে। যে ডিজিটাল প্রক্রিয়া সেটাকে এক হিসাবে যেন টাইম মেশিনই বলা যায়।

১) ফ্রান্স (১৯৮২+২০০৫)

ফ্রান্সের রেস্টুরেন্টের সামনে ১৯৮২ এবং ২০০৫ সালের ছবি। ছবি দেখে মনে হচ্ছে দুইজনই পাশাপাশি দাঁড়িয়ে আছেন। কিন্তু ব্যাপারটি ভিন্ন – দুইজনই একই ব্যক্তি।

Related Post

২) জাপান (১৯৭৬+২০০৫)

এবার জাপানের সমুদ্র সৈকতের ছবি। মনে হচ্ছে দুইজন মনের আনন্দে একসাথে সমুদ্রের হাওয়া উপভোগ করছে।

৩) জাপান(১৯৭৯+২০০৬)

এই ছবিটা জাপানের। সেখানকার আঞ্চলিক পোষাকে সজ্জিত দুই লাস্যময়ী শিশু এবং তরুণী দুই দিকে তাকানো – ব্যাপারটা এমন মনে হচ্ছে। অবাক হওয়ার মত ব্যাপার – কি জীবন্ত ফটো এডিটিং।

৪) স্পেন(১৯৭৫+২০০৫)

শিশুকালে স্পেনে ট্রেন ভ্রমণ স্মৃতিও তুলে এনেছেন ডিজিটাল প্রক্রিয়ায়। আশ্চর্যরকম – বুঝায় যাচ্ছে না এখানে কোন এডিটিং হয়েছে।

৫) জাপান(১৯৮১+২০০৫)

ধর্মীয় প্রতিষ্ঠান ভ্রমণের স্মৃতি বাদ থাকবে কেন। সেটিও বাদ পড়েনি। শিশুকালে এই ছবিও উঠে এসেছে এই ভাবে।

৬) ফ্রান্স(১৯৭৭+২০০৯)

পার্কে বসা দুই প্রজন্মের বিষণ্ণ মানুষ – ছবিটি দেখে তাই মনে হচ্ছে। কিন্তু বিষয়টা ভিন্ন তা উপরেই বলা হয়েছে। সুতরাং অবাক হওয়ার কিছু নেই।

৭) ফ্রান্স(১৯৮৪+২০০৫)

পার্ক, ট্রেন, ধর্মীয় প্রতিষ্ঠান সব কিছুর স্মৃতি ফিরিয়ে আনা যেহেতু হয়েছে বেডরুমই বা বাদ যাবে কেন। অদ্ভুত সুন্দর আরেকটি ছবি। সব ছবির মাঝে একটি ব্যপার যা ভুলে যাবেন না, এরা দুইজনই একই ব্যক্তি।

তথ্যসূত্রঃ বোরডপান্ডা

This post was last modified on ফেব্রুয়ারী ৫, ২০১৪ 2:48 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

ভক্তকে দু’লাখের ঘড়ি উপহার: ধনকুবেরের কীর্তির ভিডিও হলো ভাইরাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের সংস্থার সদর দফতরে ডেকে এক ভক্তের হাতে দামি উপহার…

% দিন আগে

সকাল বেলায় পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে