Categories: বিনোদন

সোমালি শরণার্থী বারখাদ আব্দি অস্কার পুরুস্কারের জন্য মনোনীত হলেন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বারখাদ আব্দি যার জীবনের শুরুটা আর দশ জন অভিনেতার মত ছিলনা। পুলিশের খাতায় তার নাম দাগি আসামীর তালিকায় ছিল এক কালে। সেই বারখাদ আব্দি সম্প্রতি অস্কার পুরুস্কারের জন্য মনোনীত হয়েছেন।


বারখাদ আব্দি আফ্রিকার দেশ সোমালিয়ার নাগরিক তবে পরে আমেরিকায় পাড়ি জমান এবং এখন আমেরিকাতেই হলিউডে অভিনয় করছেন। জীবনের প্রথম ভাগে জীবিকার সন্ধানে আমেরিকার মিনিসোটায় পাড়ি জমান। তখন তার বয়স ছিল ১৪ বছর।

১৪ বছর বয়সেই তিনি ট্যাক্সি চালাতেন মিনিসোটার রাস্তায়, একই সাথে বড় ভাই এর দোকানেও সময় দিতেন। সে সময় তিনি জড়িয়ে পড়েন অবৈধ মাদক চালানের সাথে। মাদক চালানের দায়ে বারখাদ আব্দির দুইবার বিচার হয় মিনিসোটার আদালতে। জেল জরিমানা সহ নানান সাজাও ভোগ করেন।

এক সময় সব ছেড়ে দিয়ে মিনিসোটার এক ক্লাবে ডিস্ক জকি হিসেবে কাজ নেন। বেশ কিছু দিন ডিস্ক জকি হিসেবেই কাজ করেন। হঠাৎ দেখতে পান এক অভিনেতা অনুসন্ধানের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি ক্যাপ্টেন ফিলিপ্স ছবির একটি চরিত্রের জন্য পরিচালক প্রচার করেন। ছবিতে চরিত্রটি হচ্ছে একজন সত্যিকারের সোমালি জলদস্যুর ভূমিকায় অভিনয়। বারখাদ আব্দি অডিশন দিয়ে মন জয় করে নেন ছবি পরিচালক Paul Greengrass এর হৃদয়।

Related Post

বারখাদ আব্দি এবার আর পিছন ফিরে তাকাতে হয়নি। ক্যাপ্টেন ফিলিপ্স ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নেন আব্দি। আব্দির অভিনয় এতোই অসাধারণ ছিল যে এই ছবিতে অভিনয় করার জন্য তিনি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন Best Actor in a Supporting Role ক্যাটাগরি জন্য। আব্দির এই মনোনয়ন অনেকেই অবাক হয়েছেন, অনেক চলচিত্র বোদ্ধারা বলছেন এটা অসাধারণ একটি কাজ। এধরণের একটি পরিবেশ থেকে উঠে এসে আব্দি যা করে দেখিয়েছে তাতে নিশ্চিত করে বলা যায় প্রতিভা আপনা থেকেই আসে। সকল মানুষের মাঝে প্রতিভা থাকে কেবল তা বের করে আনার প্রয়াস থাকতে হয়। সাবেক একাডেমী পুরুস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কসের সাথে বারখাদ আব্দি অসাধারণ অভিনয় করেছেন।

আব্দি নিজের অর্জন নিয়ে গর্ব না করে বলেন,”আমি আমার ক্ষুদ্র জীবনে অনেক কিছুই পেয়ে আসছি, আমি যা আশা করিনা তাই আমার জন্য বিশাল ভাবে এসে হাজির হয়। প্রত্যেক সময় আমি বিশাল বিশাল অবাক করা ঘটনার সম্মুখীন হই। তবে এবারের অস্কারের জন্য মনোনীত হওয়া আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমার জন্য”

ভিডিওঃ

বারখাদ আব্দি এর আগে ২০১০ সালে অভিনয় করেন Conan (২০১০) টিভি সিরিজে।

বারখাদ আব্দি দেখিয়েছেন সমাজের অনেক নিচে থেকেও প্রতিভা গুনে উঠে আসা যায় উপরের শ্রেণীতে। তার এমন সাফল্য অনেক মানুষকে কিংবা জাতিকে উৎসাহ দিবে এটা নিশ্চিত করে বলা যায়।

সূত্রঃ উইকিপিডিয়া
ধন্যবাদান্তেঃ দিডেইলিমেইল

This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 12:21 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

শীতকাল ও কর্মব্যস্ত গ্রামের মানুষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৯ পৌষ ১৪৩১…

% দিন আগে

ত্বকের দীপ্তি ধরে রাখতে রূপচর্চায় যে ভুল করা যাবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যাও দেখা…

% দিন আগে

বিনোদনে ভরপুর রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারী ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি…

% দিন আগে

মাইগ্রেনের ওষুধ বেশি খেলে কী বিপদ ঘটতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…

% দিন আগে

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…

% দিন আগে

অবশেষে যুদ্ধ বন্ধে রাজি হলেন নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…

% দিন আগে