দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলোচিত মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত আজ বুধবার রায়ের তারিখ ঘোষণা করেছেন।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের আদালতে মামলাটির বিচার চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা চলছে।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত আজ বুধবার বেলা ১২ টায় এ তারিখ নির্ধারণ করেন। এর আগে বেলা ১১টা ০৫ মিনিটে সরকারি প্রটোকল নিয়ে পতাকা লাগানো গাড়িতে চড়ে আদালতে উপস্থিত হন এরশাদ। মামলার অপর দুই অভিযুক্ত মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়াও আদালতে উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।
গত বছরের ২৪ নভেম্বর এই মামলায় শুরু হওয়া রাষ্ট্রপক্ষের যুক্তিতর্র্ক শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচিকে লিখিত যুক্তিতর্ক দাখিল করার নির্দেশ দিয়ে ২২ জানুয়ারি আবারও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, চট্টগ্রামে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৩০ মে হত্যার পর ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তিনি নিহত হন। হত্যাকাণ্ডের দীর্ঘ ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেনারেল মঞ্জুরের বড় ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
This post was last modified on জানুয়ারী ২২, ২০১৪ 5:23 অপরাহ্ন
মোহাম্মদ শাহজালাল ॥ পেসমেকার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা হৃদযন্ত্রের (হার্ট) নির্দিষ্ট স্পন্দন বা ধাপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
View Comments
এই নাটকের অবসান কবে হবে। না কি আরো অপেক্ষা করতে হবে