ডিআইআইটি বিনামূল্যে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে যাচ্ছে

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির (ডিআইআইটি) সম্মিলিত প্রয়াসে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে নারীদের কমিপউটার প্রশিক্ষণ কার্যক্রম। দেশব্যাপী বেকার শিক্ষিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়।

এ কর্মসূচী উপলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বোর্ডরুমে ঘরোয়া পরিবেশে একটি ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ‘কম্পিউটার শিক্ষার অগ্রগতিতে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, মহিলা অধিদপ্তরের প্রধান পরিচালক আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১০ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। মন্ত্রী আরো বলেন, এ কার্যক্রমের অগ্রগতি পরিলক্ষিত হলে ভবিষ্যতে একে আরো সমপ্রসারিত করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ডিআইআইটির দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদেরও প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি প্রত্যাশা করেন।

উক্ত অনুষ্ঠানে ডিআইআইটি চেয়ারম্যান বলেন, এ কার্যক্রম সফল ও স্থিতিশীল করতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষক। তাই তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। আর প্রশিক্ষণার্থীদের নির্দিষ্ট প্রতিটি বিষয় সম্পর্কে যথাযথ শিক্ষা, কাজের ক্ষেত্র, কর্ম সংস্থানের সুযোগসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া এবং প্রশিক্ষিতদের লক্ষ্যে পৌঁছাতে থাকছে আরো একটি প্রকল্প। তিনি যাবতীয় কারিগরী সহযোগিতা ও আর্থিক সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার করেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল নাগাদ এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Related Post

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে