দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভ্রমণ তাদের নেশা, বিশ্ব ভ্রমণে কাটিয়ে দিয়েছেন ১৩ বছর এক টানা। এসময় তাদের সঙ্গে ছিল ৮৫ বছর পুরোনো গাড়ি এবং এই ১৩ বছরে তাদের সংসারে এসেছে ৪ সন্তান সবাই বিভিন্ন দেশে ভ্রমণের সময়েই জন্ম নিয়েছে!
অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা গাড়িকে বাড়ি বানিয়ে Herman ও Candelaria Zapp নামের দম্পতি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশ। ঘরে ফেরেননি এক টানা ১৩ বছর। কতোটা ভ্রমন পিপাসু হলে একটি পরিবার এভাবে এক টানা নিজের সমাজ ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়াতে পারেন তা সহজেই অনুমেয়।
Herman ও Candelaria Zapp তাদের এই দীর্ঘ ভ্রমণে ৮৫ বছরের পুরোনো গাড়িকে বানিয়েছেন ঘর। সেখানেই পেতেছেন সংসার এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের এই গাড়ির সংসারেই জন্ম নিয়েছে একে একে ৪ সন্তান। এসব সন্তান আবার বেড়েও উঠেছে গাড়িতেই এবং বিভিন্ন দেশের সীমানায়!
Herman ও Candelaria Zapp এর সন্তান পাম্পা(১০) জন্ম নিয়েছে Greensboro, নর্থ ক্যারোলিনা তে, তেহু(৭) জন্ম নিয়েছে আর্জেন্টিনা তে, পালমা(৪) জন্ম নিয়েছে Vancouver দ্বীপে এবং তিন বছরের উল্লাবি জন্ম নিয়েছে অস্ট্রলিয়াতে।
আশ্চর্য জনক হলেও সত্যি এই পরিবার ছোট সন্তান নিয়ে ঘুরে বেড়িয়েছেন একের পর এক দেশে এবং জন্মদিয়েছেন বাদ বাকি সন্তানদের। তাদের সম্পূর্ণ যাত্রাতে সঙ্গী ছিল তাদের গাড়ি একই সাথে বাড়ি যেটা ৮৫ বছর পুরনো একটি জিপ গাড়ি।
এই পরিবার ২ লক্ষ মাইল পথ, ৪০ এর উপরে দেশ ঘুরেছেন ১৩ বছরে। জন্ম দিয়েছেন নিজেদের ৪ ভবিষ্যৎ প্রজন্মের।
তারা দেশে দেশে ঘুরে বেড়াতে যেয়ে পড়েছিলেন নানান বাঁধার সম্মুখে। কখনও দেখতে পান সামনে সাগর, কখনও বা নদী আবার কোথাও যাওয়ার পথ নেই পথ আগলে দিয়েছে বিশাল পাহাড় অথবা মুরুভুমি! সব পথ তারা জয় করেছেন নিজেদের পন্থাতেই।
Herman ও Candelaria Zapp এর দেখা হয়েছিল অনেক আগে যখন Herman ১০ বছরের এবং Candelaria মাত্র ৮ বছরের। সেই থেকে দুইজন বন্ধু এখনও তাদের বন্ধুত্ব অটুট। এদিকে Herman এখন একজন আইটি বিশেষজ্ঞ। ১৯৯৬ সালে বিয়ে করার পর Herman ও Candelaria Zapp তাদের বিশ্ব ভ্রমণ শুরু করেন ২০০০ সাল থেকে।
নিজেদের ভ্রমণ প্রসঙ্গে Herman বলেন “আমরা ঘুরতে ভালোবাসি, তবে আমাদের মাঝে সব কিছুই আছে যা একটি তরুণ দম্পতির মাঝে থাকা দরকার। বর্তমানে আমরা ফিলিপাইনে রয়েছি। আমার বয়স এখন ৪২ বছর এবং Candelaria এর বয়স ৪০ বছর”।
নিজের সন্তানদের শিক্ষা দেয়ার বিষয়ে এই দম্পতি জানান, “আমরা আমাদের সন্তানদের প্রতিদিন নিজেদের সিলেবাসেই শিক্ষা দিচ্ছি। ওদের পড়ালেখার বিষয়বস্তু সব সময় উন্নত হচ্ছে। অতএব ওরা অশিক্ষিত হচ্ছেনা ওরা উপযুক্ত শিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত হয়ে উঠছে।
Herman ও Candelaria Zapp বলেন আমরা ঘুরে বেড়াতে চাই আমাদের মৃত্যুর আগ পর্যন্ত। আমরা এক সময় পৃথিবী থেকে চাঁদেও যেতে চাই ঘুরতে ঘুরতে। ভ্রমণ আমাদের নেশা সুতরাং ভ্রমণ চলবে পরবর্তী গন্তব্য ইউরোপ!
সূত্রঃ দিডেইলিমেইল
This post was last modified on জানুয়ারী ১৯, ২০২৩ 3:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…