দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি SplashData এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সারা বিশ্বজুড়ে ২০১৩ সালে অনলাইনে ব্যবহৃত পাসওয়ার্ড সমূহের একটি তালিকা। এতে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত ২৫টি পাসওয়ার্ডের কথা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করে।
গত ২০১২ সালে SplashData এর প্রকাশিত সবচেয়ে বেশি ব্যবহারিত সহজ পাসওয়ার্ডের তালিকার শীর্ষে ছিল “password” তবে এবার ২০১৩ সালে সবচেয়ে বেশি ব্যবহারিত পাসওয়ার্ডের যায়গা দখল করে নিয়েছে ১২৩৪৫৬ এই সংখ্যাটি।
ইন্টারনেটে একাউন্ট মালিকদের ক্ষেত্রে একই পাসওয়ার্ড দেয়ার প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যায়। কারণ বর্তমানে অনেক বেশি অনলাইন ভিত্তিক মাধ্যম এবং সব সাইটেই নিজের একাউন্ট রাখতে গেলে ব্যবহারকারীরা চান একটি সহজ এবং সাধারণ পাসওয়ার্ড যা তাঁর সহজেই মনে পড়বে।
কিন্তু সহজ পাসওয়ার্ড দেরার ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। সারা বিশ্ব জুড়ে সহজ পাসওয়ার্ড দেয়ার কারণেই অসংখ্য একাউন্ট হ্যাক হচ্ছে।
সম্প্রতি এডোবি এর বিশাল পরিমাণ একাউন্ট হ্যাকের ঘটনা তদন্ত করতে যেয়েও দেখা যায় সেখানে সাধারণ এবং সহজ পাসওয়ার্ড দেয়ার কারণেই একাউন্ট সমূহ হ্যাক করা সম্ভব হয়েছিল। গবেষণায় দেখা গেছে হ্যাক হওয়া একাউন্টের মাঝে ১.৯১ মিলিয়ন ব্যবহারকারী পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন ১২৩৪৫৬ এই সংখ্যাটি, ৪৪৬,১৬২ জন ব্যবহারকারী পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন ১২৩৪৫৬৭৮৯ এই সংখ্যা, ৩৪৫,৮৩৪ জন ব্যবহারকারী নিজদের পাসওয়ার্ড হিসেবে ব্যবহারকরেছেন ইংরেজিতে PASSWORD লেখাটি।
চলুন দেখে নিই সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ২৫টি বাজে পাসওয়ার্ড সমূহ কি কি:
সূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 1:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
View Comments
আমার পাসয়ার্ড এগুলোর দ্বারে কাছে অ নাই।
Now nobody can steel your contents like blogs, post, etc. Because they will not be able to copy your any text. Their copy option of their browser, mouse or keyboard will not work any more. So just follow the indtruction here and protect your posts.Click here>> Free tips tricks and hacking