দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাতনি রাইমা সেনকে বিবাহিত দেখে যাওয়ার ইচ্ছা ছিল মহানায়িকা সুচিত্রা সেনের। জীবনের শেষ সময় এসে এমন ইচ্ছা পোষণ করেছিলেন সুচিত্রা সেন।
মৃত্যুর পর দিদিমাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সুচিত্রার এমন ইচ্ছার কথা জানিয়েছেন রাইমা সেন। ভারতীয় সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরেই সুচিত্রাকে নিয়ে নানা খবর প্রকাশ হচ্ছে। এটিও প্রচার মাধ্যমের একটি উল্লেখযোগ্য খবর।
সংবাদ মাধ্যম রাইমা সেনের সাক্ষাৎকারও ছেপেছেন। সাক্ষাৎকারে রাইমা অনেক কথায় বলেছেন। রাইমা বলেন, ‘তার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখে যাওয়া। তার ইচ্ছা আমি পূরণও করতে চেয়েছিলাম। কিন্তু আমি আর রিয়া যখন ছোট, তখনই তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন। এজন্য তাকে আমরা দিদিমা হিসেবেই চিনেছি, কোনো তারকা হিসেবে নয়।’
উল্লেখ্য, ১৭ জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। এক সময় বাংলা চলচ্চিত্রে যাঁর ছিল একচ্ছত্র আধিপত্য। সেই মহানায়িকা দীর্ঘ প্রায় ৩৫ বছর একাকি লোক চক্ষুর অন্তরালে থেকেই বিদায় নেন।