দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এবার হুমকি দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান শ্রীনিবাসন ।
ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকার উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘টেস্ট ক্রিকেট নিয়ে ‘তিন জমিদার’ যে ষড়যন্ত্র করেছে তা মেনে নিতে বাংলাদেশকে হুমকি দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান শ্রীনিবাসন।
আজ মঙ্গলবার প্রকাশিত ভারতের আনন্দবাজারের ‘শোষণ করতে গিয়ে ভারতীয় ক্রিকেটই না শোষিত হয়ে পড়ে’ শীর্ষক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়।
ওই খবরে আরও বলা হয়, যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ছিল মঙ্গলবার আইসিসি এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে। কিন্তু ঘটনার চব্বিশ ঘণ্টা আগেই মূলত ভারতীয় বোর্ড কর্তারা তীব্র ‘পাওয়ার-বোলিং’ শুরু করেন আইসিসি-র কিছু পূর্ণসদস্য দেশের উপর। এক্ষেত্রে সবচেয়ে চাপের মুখে ফেলা হয়েছে বিশ্বের ক্রিকেট দরবারে শক্ত আসন করে নেওয়া বাংলাদেশকে।
যদিও ভারতে সেই আশা পূর্ণ হবে না বলেই মনে করছেন বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা। কারণ ভারত যা চাইছে তার জন্য ৭ পূর্ণসদস্য দেশের সম্মতি লাগবে। তাছাড়া আইসিসি-র সংবিধান বদলের জন্য ৮ দেশের সম্মতি প্রয়োজন। সোমবার রাত পর্যন্ত ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ৬-তে আটকে রয়েছে। চাই আরও এক। আর সে কারণেই বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসানের উপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে যে, তাঁরা যেনো তিন দেশের প্রস্তাবে রাজি হয়ে যান।
উল্লেখ্য, আইসিসি-র ইতিহাসে সর্বকালের অন্যতম বৈঠক আজ মঙ্গলবার দুবাইয়ে শুরু হচ্ছে। শ্রীনিবাসনের ভারত যা চাইছে তা যদি তারা সত্যি করে ফেলতে পারে তাহলে বিশ্ব ক্রিকেটের রূপরেখাই বদলে যাবে। একই সঙ্গে ক্রিকেটমহলের সংখ্যাগরিষ্ঠ অংশের মতে, ‘‘খুন হয়ে যাবে ক্রিকেটের বিশ্বায়ন প্রক্রিয়া।”
This post was last modified on জানুয়ারী ২৮, ২০১৪ 11:21 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
View Comments
দেখা যাক আমাদের বোর্ড সভাপতি এখন কি সিদ্ধান্ত নেয় । আশা করি তিন জমিদারের কথা মানবে না ॥